‘ক্যাচ মিসেই ম্যাচ মিস’

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:০২ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৯

ক্রিস গেইলের এক ডজন ছক্কায় বিশ্বরেকর্ড, দলগত ২৩ ছক্কায় আরও একটি বিশ্বরেকর্ড, সবমিলিয়ে ৩৬৪ রানের বিশাল সংগ্রহ পাওয়া। তবু কি-না দিনশেষে হাসিমুখে মাঠ ছাড়া হয়নি স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের।

সফরকারী দলের অধিনায়ক জো রুট এবং ওপেনার জেসন রয়ের জোড়া শতকে ৩৬৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করে নিজেদের রেকর্ড গড়েছে ইংল্যান্ডও। অবশ্য তাদের কাজটি সহজ করে দিয়েছে ক্যারিবীয়রাই।

৬৫ বলে সেঞ্চুরি এবং সবমিলিয়ে ১২৩ রান করে ম্যাচসেরার পুরষ্কার জেতা জেসন রয় জীবন পেয়েছেন ৪ বার, ক্যাচ ছুটেছে অপর সেঞ্চুরিয়ান জো রুট এবং ওপেনার জনি বেয়ারস্টোরও। আধ ডজন ক্যাচ মিসের মাসুলটাও দিতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে।

৩৬৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে ইংল্যান্ডের প্রয়োজন পড়েছে মাত্র ৪৮.৪ ওভার, অক্ষত ছিলো ৬টি উইকেট। ম্যাচ শেষে ক্যাচ মিস করাকেই দায়ী করেছেন উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। তার ভাষ্যে ক্যাচ মিসেই ম্যাচ মিস করেছেন তারা।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে হোল্ডার বলেন, ‘আমরা আমাদের সুযোগগুলো কাজে লাগাইনি এবং পরে এই সুযোগগুলোই আমাদের ম্যাচ হারিয়েছে। আমাদের বোলাররা নিয়মিতই সুযোগ তৈরি করেছে কিন্তু আমরা সেগুলো ধরতে পারিনি। ক্যাচ মিসের কারণেই ম্যাচ মিস হয়েছে আমাদের।’

তবে ৮৫ বলে ১৫ চার ও ৩ ছক্কার মারে ১২৩ রান করা জেসন রয়কে কৃতিত্ব দিতেও ভুল করেননি হোল্ডার। তিনি বলেন, ‘কৃতিত্ব অবশ্যই জেসন রয়ের। সে অসাধারণ ব্যাটিং এবং শুরু থেকেই আমাদের চাপে রেখেছে। পরে জো রুট এসে ধারাবাহিকতা বজায় রেখেছেন এবং দুর্দান্ত একটি ইনিংস খেলেছে। কিন্তু আপনি যখন এদের মতো ক্লাসি দুজন খেলোয়াড়কে সুযোগ দেবেন, তখন সেটার মাসুল তো গুনতেই হবে।’

এসময় নিজেদের বোলিং নিয়ে আরও কাজ করতে হবে জানিয়ে উইন্ডিজ অধিনায়ক বলেন, ‘আমাদের বোলিং পরিকল্পনা নিয়ে আমাদের আরও পরিষ্কার ধারণা রাখতে হবে। আমরা বেশ কিছু বাজে ডেলিভারি করেছি যেগুলো আমাদের শুধরাতে হবে। আমাদের একাদশ ঠিকই ছিলো, শুধু সুযোগগুলো কাজে লাগানোর প্রয়োজন ছিল। ফিল্ডিংয়ে আরও উন্নতি প্রয়োজন।’

এসএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।