লঙ্কান স্পিনার ধনঞ্জয়ার বোলিং নিষেধাজ্ঞা তুলে নিলো আইসিসি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৩৭ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

অ্যাকশনে ত্রুটি ধরা পড়ায় আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞা পেয়েছিলেন শ্রীলঙ্কার অফস্পিনার আকিলা ধনঞ্জয়া। অ্যাকশন শুদ্ধ করে আবার পরীক্ষা দেয়ার পর আর কোনো ত্রুটি পাওয়া যায়নি তার বোলিংয়ে। ফলে লঙ্কান স্পিনারের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে আইসিসি।

চেন্নাইয়ে আইসিসির অনুমোদিত পরীক্ষাগারে পুনরায় বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন ধনঞ্জয়া। সেখানে এই স্পিনারের জন্য ইতিবাচক রিপোর্টই এসেছে।

গত ২ ফেব্রুয়ারি চেন্নাইয়ে পরীক্ষা দিয়েছিলেন ধনঞ্জয়া। অ্যাকশন পরিবর্তনের পর পরীক্ষা করে দেখা হয়, এখনও বোলিংয়ের সময় তার কনুই আইসিসির অনুমোদিত ১৫ ডিগ্রির বেশি বাঁকা হয় কি না। সেই পরীক্ষায় উৎড়ে গেছেন লঙ্কান স্পিনার।

গত ৬ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত চলা ইংল্যান্ডের বিপক্ষে গল টেস্টে অবৈধ অ্যাকশনের দায়ে অভিযুক্ত হন ধনঞ্জয়া। এরপর ২৩ নভেম্বর ব্রিসবেনে আইসিসির অনুমোদিত পরীক্ষাগারে পরীক্ষা দিয়েছিলেন। সেই পরীক্ষায় অ্যাকশনে ত্রুটি ধরা পড়ায় আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞা পান এই অফস্পিনার।

এখন আবারও শুদ্ধ প্রমাণ হওয়ায় লঙ্কান দলে ফিরতে আর কোনো বাধা রইল না ধনঞ্জয়ার। বোলিংটাও চালিয়ে যেতে পারবেন।

এমএমআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।