মোহালি স্টেডিয়াম থেকেও সরানো হলো পাকিস্তানি ক্রিকেটারদের ছবি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:২৭ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

কাশ্মীরে আত্মঘাতী হামলায় হতাহতের ঘটনায় এবার নতুন উদ্যোগ নিয়েছে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন (পিসিএ)। পাঞ্জাবের মূল মাঠ মোহালি স্টেডিয়াম থেকে সরিয়ে নেয়া হয়েছে সেখানে থাকা অন্তত ১৫ জন পাকিস্তানি ক্রিকেটারের ছবি।

বৃহস্পতিবার সন্ত্রাসী হামলার পরপরই মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামের হেডকোয়ার্টারে থাকা ইমরান খানের প্রতিকৃতি ঢেকে দিয়েছিল ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়া (সিসিআই)। ইমরান খান পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বর্তমানে দেশটির প্রধানমন্ত্রী হয়েও, এতো বড় ঘটনায় মৌনতা পালন করায় এমন কাজ করেছে সিসিআই।

তাদের সঙ্গে এবার যোগ দিয়েছে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনও। মোহালি ক্রিকেট স্টেডিয়ামে ইমরান খান, শহীদ আফ্রিদি, জাভেদ মিয়াদাঁদ, ওয়াসিম আকরামসহ অন্তত ১৫ জন পাকিস্তানি ক্রিকেটারের ছবি ছিলো। যা তারা রোববার সরিয়ে নিয়েছে। এ খবরটি নিশ্চিত করেছেন পিসিএ’র কোষাধ্যক্ষ অজয় ত্যাগী।

নিজেদের এমন সিদ্ধান্তের ব্যাপারে অজয় বলেন, ‘পুলওয়ামার হামলায় নিহত সেনা সদস্যদের পরিবারের প্রতি একাত্মতা প্রকাশ করতে আমরা এমন মানবিক সিদ্ধান্ত নিয়েছি। সারা দেশে এই হামলার বিরুদ্ধে প্রতিবাদের আগুন জ্বলছে। আমরাও (পিসিএ) এর ব্যতিক্রম নই।’

২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে মোহালি স্টেডিয়ামে সেমিফাইনাল ম্যাচে ভারতের বিপক্ষে খেলেছিল পাকিস্তান। সে ম্যাচে ২৯ রানে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল পাকিস্তান। সেই সেমিফাইনাল ম্যাচ উপলক্ষেই স্টেডিয়ামের ভেতরে পাকিস্তানি ক্রিকেটারদের ছবি স্থাপন করা হয়েছিল। যা সরিয়ে নেয়া হল প্রায় ৮ বছর পরে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরায় সিআরপির কনভয়ে আত্মঘাতী হামলা চালায় জয়েশ-ই-মোহাম্মদের সদস্যরা। হামলায় নিহত হন ৪০ জওয়ান। আহত হয়েছেন আরো ৪১ জন। হামলার দায় স্বীকার করেছে পাক মদতপুষ্ট বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী জয়েশ-ই-মোহাম্মদ।

এসএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।