মুলতানকে জেতালেন আফ্রিদি-মালিক

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৯

ওপেনিংয়ে নেমে ঝড় তুলেছিলেন লুক রঞ্চি। তবে তার বিধ্বংসী এক হাফসেঞ্চুরির পরও লড়াই করার মতো পুঁজি পায়নি ইসলামাবাদ ইউনাইটেড। ফলে দুবাইয়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচে ৫ উইকেটের সহজ জয় পেয়েছে শোয়েব মালিকের দল মুলতান সুলতানস, ৮ বল হাতে রেখে।

টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৫ রানেই থেমে যায় ইসলামাবাদের ইনিংস। অথচ ওপেনিংয়ে নামা লুক রঞ্চি ৫ ছক্কা আর ১ চারে ৩১ বলেই করেন ৫৫ রান।

পরের ছয় ব্যাটসম্যানের মধ্যে ৫ জনই ফিরে যান দশের কোটা না ছুঁয়েই। শেষদিকে সামিত প্যাটেল আর ফাহিম আশরাফের ২০ রান করে দুটি ইনিংসে কোনোমতে লজ্জা এড়ায় মোহাম্মদ সামির দল।

মুলতানের পক্ষে দারুণ বোলিং করেন অলরাউন্ডার শহীদ আফ্রিদি। ৪ ওভারে ১৮ রান খরচায় ২টি উইকেট নেন তিনি। ২টি করে উইকেট নেন আলি শফিক আর জুনায়েদ খান।

১২৬ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে একটা সময় বিপদে পড়ে গিয়েছিল মুলতানও। ৭৫ রানে তারা যখন ৪ উইকেট হারায়, ৩৫ বলে তখনও ৫১ রান দরকার।

৭ বলে ১৬ রানের এক ঝড় তুলে ফিরে যান আন্দ্রে রাসেল। সেখান থেকে দলকে এগিয়ে নেন আফ্রিদি আর মালিক। আফ্রিদি ৮ বলে ২ ছক্কায় অপরাজিত ছিলেন ১৬ রানে। মালিক সমান ছক্কায় ২৯ বলে করেন হার না মানা ৩১।

এমএমআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।