শতরানের উদ্বোধনী জুটি ভাঙলেন মিরাজ

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০১:২৪ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৯

নেপিয়ারের ম্যাকলিন পার্কে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সহজ জয়েই পথেই ছুটছে নিউজিল্যান্ড। বাংলাদেশের করা ২৩২ রানের জবাবে উদ্বোধনী জুটিতেই শতরান করে ফেলেন দুই ওপেনার মার্টিন গাপটিল এবং হেনরি নিকলস।

তবে ইনিংসের ২৩তম ওভারে হেনরি নিকলসকে সরাসরি বোল্ড করে দিয়ে উইকেট মেইডেন নেন মেহেদি হাসান মিরাজ। তার এই উইকেটের ফলে নিজেদের বোলিং ইনিংসে খানিক উদযাপনের উপলক্ষ পায় বাংলাদেশ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৪ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ১ উইকেটে ১১০ রান। নিজের ফিফটি তুলে ৫০ রানে ব্যাট করছেন গাপটিল। অধিনায়ক উইলিয়ামসন খেলছেন ৫ রানে।

লক্ষ্যটা খুব বেশি বড় নয় শুরু থেকেই ধীরে সুস্থে খেলতে থাকেন দুই কিউই ওপেনার। মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ সাঈফউদ্দীন কিংবা মোস্তাফিজুর রহমান- কারো বিপক্ষেই কোনো তাড়াহুড়ো করেননি গাপটিল-নিকলস।

দেখেশুনে খেলে ইনিংসের ১৩ ওভারে দলীয় পঞ্চাশ এবং ২১তম ওভারে শতক পূরণ করেন দুই ওপেনার। দুজনই এগুচ্ছিলেন নিজেদের ফিফটির পথে। শুরুতে গাপটিল দ্রুত রান তুললেও আগে পঞ্চাশ করেন নিকলস।

তবে পঞ্চাশের পর তাকে বেশিদূর যেতে দেননি মিরাজ। সরাসরি বোল্ড করে থামিয়ে দেন নিকলসের ৮০ বলে ৫ চারের মারে ৫৩ রানের ইনিংস।

এসএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।