স্টার্কের স্ত্রী একাই জিতলেন সেরা তিন পুরস্কার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৪০ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৯

অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক যে নারী ক্রিকেটার অ্যালিসা হিলিকে বিয়ে করেছেন, সেটা অনেকেরই জানা। বিয়ের পর ক্যারিয়ারের সবচেয়ে বড় সুখবরটাই বোধ হয় শুনলেন হিলি।

ম্যাগ লেনিং আর অ্যালিসা পেরির পাঁচ বছরের রাজত্বে হানা দিয়ে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটের বর্ষসেরাসহ তিনটি পুরস্কার একাই জিতে নিয়েছেন স্টার্ক-পত্নী।

অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটে বর্ষসেরা পুরস্কারকে বলা হয় বেলিন্দা ক্লার্ক অ্যাওয়ার্ড। এটি জিতেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান হিলি। সঙ্গে জিতেছেন ওয়ানডে আর টি-টোয়েন্টির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারও।

হিলি আসলে এই পুরস্কারের যোগ্য দাবিদারই। গত ১২ মাসের ক্যারিবীয়ান দ্বীপপুঞ্জে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়সহ দলের পক্ষে অনেক বড় অবদান আছে তার।

নির্বাচকদের মোট ১২৫টি ভোট পেয়েছেন হিলি। তার নিকট প্রতিদ্বন্দ্বি মেগান স্কাট ৮১ এবং অ্যাশলি গার্ডনার পেয়েছেন ৭১ ভোট।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।