সাকিবকে ছাড়াই নিউজিল্যান্ডে মাশরাফি-তামিমরা

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৯ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৯

বুধবার দেশ ছেড়েছে ৮ সদস্যের প্রথম বহর, শুক্রবার সকালে তাসমান পাড়ের উদ্দেশ্যে রওনা হন আরো ৪ জন। তবু বাকি ছিলেন বিপিএলের ফাইনালে অংশ নেয়া দুই দলের ৪ ক্রিকেটার এবং অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

ভাবা হয়েছিল শুক্রবার ফাইনাল শেষ করে শনিবার নিউজিল্যান্ড যাবেন মাশরাফি বিন মর্তুজা এবং ফাইনালে থাকা ৪ ক্রিকেটার। কিন্তু ফাইনাল ম্যাচ খেলতে নেমেই ঘটেছে সর্বনাশ। বাঁহাতের অনামিকার ইনজুরিতে পড়ে দল থেকে ছিটকে গিয়েছেন ওয়ানডে দলের সহ-অধিনায়ক সাকিব আল হাসান।

যে কারণে তাকে ছাড়াই শনিবার রাত ১১.৫০ মিনিটের ফ্লাইটে দেশ ছেড়েছেন মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, রুবেল হোসেন এবং মোহাম্মদ সাঈফউদ্দীন। রোববার সন্ধ্যে নাগাদ নিউজিল্যান্ডে পৌঁছে যাওয়ার কথা রয়েছে তাদের।

এদিকে ব্যস্ত সূচির কারণে ওয়ানডে সিরিজ শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচটি খেলতে পারলেন এ চার ক্রিকেটার। শনিবার দিবাগত রাতে শুরু হওয়া ম্যাচটিতে বাংলাদেশের একাদশ গোছানোর জন্য আগেই নিউজিল্যান্ড পাঠিয়ে দেয়া হয়েছে টেস্ট স্কোয়াডের দুই সদস্য মুমিনুল হক এবং সাদমান ইসলাম।

প্রস্তুতি ম্যাচে লিটন দাসের সঙ্গে ওপেনিংয়ে ব্যাট করার সুযোগও পেয়েছেন মুমিনুল। কিন্তু আউট হয়েছেন মাত্র ৬ রান করে। তবে মুশফিকুর রহীমের ৬২, মাহমুদউল্লাহ রিয়াদের ৭২ এবং সাব্বির রহমানের ৪০ রানের ইনিংসে ২৪৭ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।