বিপিএল খেলে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে গেইল-লুইস

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:৫২ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৯

ক্রিস গেইলকে বিশ্বকাপে দেখা যাবে তো? তিনি তো দেশের হয়ে ওয়ানডেই খেলছেন না। সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২০১৮ সালের জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে। এরপর ভারত আর বাংলাদেশ সফরে 'না' বলে দিলেন। গেইলের বিশ্বকাপ খেলা নিয়ে তাই একটা সংশয় তৈরি হয়েছিলই।

তবে ক্যারিবীয় সমর্থকদের জন্য খুশির খবর, বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলে যাওয়া গেইল ফিরছেন ওয়ানডে দলে। তার সঙ্গে ফিরছেন ব্যক্তিগত কারণে ভারত সফর এবং বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে থেকে নাম প্রত্যাহার করে নেয়া এভিন লুইসও। তিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলছেন।

এছাড়া ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে চোট কাটিয়ে ফিরছেন অধিনায়ক জেসন হোল্ডার। আর বিপিএলে সিলেট সিক্সার্সের হয়ে খেলা নিকোলাস পুরান প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন ওয়ানডে দলে।

তবে বাদ পড়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মারলন স্যামুয়েলস। তার সঙ্গে বাদ পড়াদের তালিকায় আছেন চন্দরপল হেমরাজ, কাইরন পাওয়েল, সুনিল এমব্রিস, রস্টন চেজ আর কার্লোস ব্রেথয়েটও।

এর মধ্যে স্যামুয়েলস মূলতঃ হাঁটুর চোটের চিকিৎসার জন্য দলের বাইরে চলে গেছেন বলে জানিয়েছেন ক্যারিবীয় দলের প্রধান নির্বাচক কোর্টনি ব্রাউন। বাকিরা বাদ পড়েছেন অফফর্মের কারণে।

ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজটা শুরু হবে ২০ ফেব্রুয়ারি বার্বাডোজের কেনিংস্টন ওভালে।

ওয়েস্ট ইন্ডিজ দল : জেসন হোল্ডার (অধিনায়ক), ফ্যাবিয়েন অ্যালেন, দেবেন্দ্র বিশু, ড্যারেন ব্রাভো, ক্রিস গেইল, সিমরন হেটমায়ার, শাই হোপ, এভিন লুইস, অ্যাশলে নার্স, কেমো পল, নিকোলাস পুরান, রভম্যান পাওয়েল, কেমার রোচ, ওসানে থমাস।

এমএমআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।