সামনে থেকে নেতৃত্ব দেবেন সাকিব : আশা সুজনের

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১০:০৭ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৯

বল হাতে এবারের বিপিএলটা দুর্দান্ত কাটছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। ১২ ম্যাচ থেকে ২১ উইকেট নিয়ে রয়েছেন এক আসরের সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়ার দ্বারপ্রান্তে। প্রায় প্রতি ম্যাচেই খেলার গতিপথ বদলে দেয়া সব স্পেল বেরিয়েছে সাকিবের হাত থেকে।

কিন্তু সে তুলনায় হাসেনি ঢাকা ডায়নামাইটস অধিনায়কের ব্যাট। এক ম্যাচে অপরাজিত ৬১ রানের ইনিংসে দলকে জেতানো বাদে বাকি সব ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ ছিলেন সাকিব। ১২ ম্যাচে ২৭৫ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ১০ নম্বরে থাকলেও, অন্য সব ম্যাচের রান দলের তেমন কাজে আসেনি।

বেশ কয়েকটি ম্যাচে সাকিবের ব্যাট নিষ্প্রভ থাকায় জয় পায়নি ঢাকা। যে কারণে সুপার ফোরের টিকিট পেতে একদম শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে টুর্নামেন্টের সবচেয়ে সফল দলটিকে। সুপার ফোরের টিকিট পেলেও টেবিলের চার নম্বরে থাকায় এলিমিনেটর ম্যাচ খেলতে হবে ঢাকাকে।

সোমবার চিটাগং ভাইকিংসের বিপক্ষে সে ম্যাচে জিতলে আবার খেলতে হবে কোয়ালিফায়ার-২ ম্যাচে। সে ম্যাচে প্রতিপক্ষ হবে কোয়ালিফায়ার-১ ম্যাচে মুখোমুখি কুমিল্লা ভিক্টোরিয়ানস এবং রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচের পরাজিত দলটি। কোয়ালিফায়ার-২ জিতলেই পাওয়া যাবে ফাইনালের টিকিট।

যাত্রাটা সহজ নয়, করো অথবা মরো পরিস্থিতি। হেরে গেলেই বিদায়, জিতলেও করতে হবে অপেক্ষা- এমন কঠিন অবস্থায় অধিনায়ক সাকিবের দিকে তাকিয়ে ঢাকা ডায়নামাইটসের কোচ খালেদ মাহমুদ সুজন। তিনি আশা করছেন সামনে থেকেই নেতৃত্ব দেবেন সাকিব।

রোববার ঢাকা ডায়নামাইটসের অনুশীলনের ফাঁকে সংবাদ মাধ্যমে সুজন বলেন, ‘আমরা সাকিবের কাছ থেকে রান পাইনি কয়েকটি ম্যাচে। তখন চাপের মধ্যে ছিলাম। সাকিব তো বিশ্বের সেরা অলরাউন্ডারদের মধ্যে একজন। আশা করি অধিনায়ক সামনে থেকেই নেতৃত্ব দিবে। গতকাল (শনিবার) আমরা যেমন খেলেছি, আমাদের বোলিং, ফিল্ডিং দুর্দান্ত ছিলো। ব্যাটিংয়ে আমাদের দুটি উইকেট পড়ে যাওয়ার পরও একটি জুটি গড়ার ফলে আমরা জিতলাম। আশা করি যে আমরা যদি আমাদের ডিসিপ্লিনগুলো ঠিক রাখতে পারি, পরিকল্পনা ঠিক মতো কাজে লাগাতে পারি তাহলে অবশ্যই ভালো সুযোগ আছে আমাদের।’

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।