১২০ রান করেও জেতা সম্ভব বিপিএলে!

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০৫ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৯

মারকাটারি টি-টোয়েন্টির যুগে প্রথমে ব্যাট করে কোনো সংগ্রহই নিরাপদ নয়। প্রায়শই দেখা যায় ২০০ রান করেও জিততে পারে না আগে ব্যাট করা দলগুলো। এমনকি চলতি বিপিএলেও ১৮০+ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েও হারতে দেখা গিয়েছে বেশ কয়েকটি ম্যাচ। বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সই ১৮০+ রানের লক্ষ্য তাড়া করে জিতেছে ৪টি ম্যাচে।

অথচ সে দলেরই সদস্য ডানহাতি মিডিয়াম পেস বোলিং অলরাউন্ডার রবি বোপার কি-না বলছেন ১২০ রান করলেই জেতা সম্ভব বিপিএলের ম্যাচে! তবে এতে একটি শর্তও দিয়ে রেখেছেন বোপারা। তার মতে দিনের ম্যাচে ১২০ রান যথেষ্ঠ হলেও রাতে জিততে ১৫০-১৬০ রান করতেই হবে।

রোববার মিরপুরের একাডেমি মাঠে রংপুর রাইডার্সের অনুশীলনের এক ফাঁকে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে বোপারা বলেন, ‘আমার মনে হয় দিনের সময়টা রাতের সময়ের আলাদা। আমরা গতকাল (শনিবার) দেখলাম যে রাতের বেলা শিশির তেমন সমস্যা করেনি। তাই রাতের বেলা ১৫০-১৬০ রানই যথেষ্ঠ। আর দিনের ম্যাচে ১২০ রান করলেই জেতা সম্ভব।’

কিন্তু এতো অল্প রান করে আসলেই কি জেতা সম্ভব? ব্যাখ্যা দিলেন বোপারা, ‘মাঝেমধ্যে মনে হয় মিরপুরের উইকেটটা বেশ ভালো, ব্যাটসম্যানদের সাহায্য করে। আবার প্রায়ই দেখা যায় যে এটি বোলারদের পক্ষে কাজ করছে। আসলে আপনি টি-টোয়েন্টি ক্রিকেটের কথা কিছু বলতে পারবেন না। আপনি খারাপ বোলিং করলে ৪০ রান খরচ করতে পারেন আবার ভালো বোলিং করলে ৩-৪ উইকেটও পেয়ে যেতে পারেন।’

সোমবার ফাইনালে ওঠার লড়াইয়ে তৃতীয় দফায় কুমিল্লা ভিক্টোরিয়ানসের মুখোমুখি হবে রংপুর। সে ম্যাচের আগে বিশেষ কোনো পরিকল্পনা নেই বর্তমান চ্যাম্পিয়নদের। বোপারা বলেন, ‘না, ভিন্ন কোনো পরিকল্পনা নেই। সব ম্যাচই বড় ম্যাচ। গ্রুপের ম্যাচগুলোও সমান গুরুত্বপূর্ণ ছিলো। প্রধান ব্যাপার হলো একই জিনিস ধারাবাহিকভাবে করা। নিজেদের প্রস্তুতি ঠিকঠাক নিয়ে মাঠে সেটা বাস্তবায়ন করে ফল নিয়ে আসাই সফলতা।’

এসময় তিনি আরও জানান যে মানসিক দিক থেকে এগিয়ে থাকবে রংপুরই। তার ভাষ্যে, ‘হ্যাঁ! আমার মনে হয় মানসিক দিকটা একটা পার্থক্য গড়ে দেবে। মানসিক দিক থেকে আমরাই এগিয়ে থাকব। তবে তাদের দলেও এমন কিছু অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে যারা আগেও এমন কঠিন পরিস্থিতিতে খেলেছে। আমরা দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচ আশা করছি।’

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।