ডি ভিলিয়ার্সের পর হেলস ‘ধাক্কা’ রংপুরে

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১৮ পিএম, ৩১ জানুয়ারি ২০১৯

পরিবারকে সময় দেয়ার জন্য প্লে-অফ না খেলেই দেশে চলে যাবেন রংপুর রাইডার্সের তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। তা জানা গেছে বিপিএলের চট্টগ্রাম পর্বের মাঝপথে। আর এবার চট্টগ্রাম পর্ব শেষে জানা গেলো প্লে-অফের আগে ডি ভিলিয়ার্সের মতোই নিজ দেশে ফিরে যাবেন রংপুরের ওপেনার অ্যালেক্স হেলস।

চট্টগ্রামে রাজশাহী কিংসের বিপক্ষে রংপুর রাইডার্সের সবশেষ ম্যাচেই কাঁধে ব্যথা পেয়েছিলেন হেলস। সে ব্যথার তীব্রতা বেড়ে যাওয়ায় জরুরী ভিত্তিতে তাকে দেশে পাঠাতে বাধ্য হচ্ছে রংপুর ফ্র্যাঞ্চাইজি। মূলত ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের অনুরোধে দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই ইংলিশ ওপেনার।

বিপিএলের শেষ পর্ব খেলতে ঢাকায় এসে বৃহস্পতিবার প্রথম দিনের অনুশীলনে সংবাদ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর রাইডার্সের কোচ টম মুডি। তিনি জানিয়েছেন বুধবার রাতে হেলসের দেশে ফিরে যাওয়ার ব্যাপারে নিশ্চিত হয়েছে দল। দেশে ফিরেই উচ্চতর চিকিৎসা নেবেন হেলস।

Hales--2

মুডির ভাষ্যে, ‘আমরা গত রাতে (বুধবার) এই খবরটি পেয়েছি। তাকে লন্ডনে ফিরে যেতে হবে বাম কাঁধের চিকিৎসার জন্য। গত ম্যাচে সে বাম কাঁধে চোট পেয়েছিলো। সে ফিল্ডিং করেনি এরপর। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) অনুরোধ করেছে তাঁকে ফেরানোর জন্য এবং সেখানে চিকিৎসকের পরামর্শ নেয়ার জন্য।

তিনি আরও বলেন, ‘দেশে ফিরে তাঁর এমআরআই করানো হবে। দুর্ভাগ্যজনকভাবে তাঁর টুর্নামেন্টটি শেষ হয়ে গিয়েছে, তবে অবশ্যই সে অনেক ভ্যালু যোগ করেছে আমাদের দলে। তবে আমাদের প্রয়োজনীয় রসদ আছে টপ অর্ডারের জায়গা পূরণ করার জন্য।’

রংপুর কোচ প্রয়োজনীয় রসদ থাকার কথা বললেও একসঙ্গে দুই তারকা চলে যাওয়ার ফলে নিশ্চিতভাবেই বেকায়দায় পড়বে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। এদিকে হেলসের পরিবর্তে অন্য কোনো খেলোয়াড়কে নেয়া হবে কি-না তা এখনো নিশ্চিত করেনি রংপুর ফ্র্যাঞ্চাইজি।

এসএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।