টি-টোয়েন্টির পাঁচ হাজারি ক্লাবে প্রথম তামিম

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৫ পিএম, ২৯ জানুয়ারি ২০১৯

প্রায়ই শোনা যায় টি-টোয়েন্টি ক্রিকেটটা না খেলাই ভালো তামিম ইকবালের, মারকাটারি এর ফরম্যাটের সঙ্গে যায় না তামিমের দায়িত্বশীল ব্যাটিং। নিন্দুক-সমালোচকদের এ কথাটি আংশিক সত্য হলেও, এর চেয়ে বড় সত্য হলো টেস্ট এবং ওয়ানডের মতো কুড়ি ওভারের ফরম্যাটেও বাংলাদেশের সফলতম ব্যাটসম্যানের নাম তামিম ইকবালই।

দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটেই বাংলাদেশের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবাল। স্বীকৃত টি-টোয়েন্টিতেও তার চেয়ে বেশি রান নেই অন্য কারো। এবার তামিমের ব্যাটেই খুললো টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের পাঁচ হাজারি মাইলফলকের দরজা।

আজ (মঙ্গলবার) চিটাগং ভাইকিংসের বিপক্ষে অপরাজিত ৫৪ রানের ইনিংস খেলার পথে প্রথম বাংলাদেশি হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে পাঁচ হাজার রানের মাইলফলকে প্রবেশ করেছেন তামিম। এখনো পর্যন্ত ১৮৭ ম্যাচের ১৮৬ ইনিংসে ব্যাট করে ২৯.৫৮ গড়ে তামিমের সংগ্রহ ৫০২৯ রান। সেঞ্চুরি রয়েছে ২টি, সর্বোচ্চ রানের ইনিংস ১৩০।

বাংলাদেশের পক্ষে প্রথম হলেও সবমিলিয়ে পাঁচ হাজার রান করা ৪৭তম ক্রিকেটার তামিম। এর মধ্যে টি-টোয়েন্টির বস ক্রিস গেইলের নামের পাশে রয়েছে ১২ হাজারের বেশি রান। গেইলসহ ৮ হাজারের বেশি রান রয়েছে ৫ জন ব্যাটসম্যানের।

সবমিলিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৫ রান সংগ্রাহক

১. ক্রিস গেইল - ৩৫৭ ইনিংসে ৩৯.২০ গড়ে ১২১৯২ রান
২. ব্রেন্ডন ম্যাককালাম - ৩৬১ ইনিংসে ৩০.০৭ গড়ে ৯৮৬৫ রান
৩. কাইরন পোলার্ড - ৩৯৬ ইনিংসে ৩০.১২ গড়ে ৮৬৭৬ রান
৪. শোয়েব মালিক - ৩১২ ইনিংসে ৩৬.৬৭ গড়ে ৮৩৬২ রান
৫. ডেভিড ওয়ার্নার - ২৫৮ ইনিংসে ৩৫.২৬ গড়ে ৮১১১ রান

স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ ৫ রান সংগ্রাহক

১. তামিম ইকবাল - ১৮৬ ইনিংসে ২৯.৫৮ গড়ে ৫০২৯ রান
২. সাকিব আল হাসান - ২৬৪ ইনিংসে ২১.২১ গড়ে ৪৬৬৭ রান
৩. মাহমুদউল্লাহ রিয়াদ - ১৭৬ ইনিংসে ২৪.১৮ গড়ে ৩৪৩৪ রান
৪. মুশফিকুর রহীম - ১৫২ ইনিংসে ২৬.৫৬ গড়ে ৩২৬৭ রান
৫. সাব্বির রহমান - ১২৫ ইনিংসে ২৬.৫৭ গড়ে ২৮১৭ রান

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।