টসে জিতে ব্যাটিংয়ে রাজশাহী

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪৯ পিএম, ২৯ জানুয়ারি ২০১৯

প্লে-অফের টিকিট নিশ্চিত করতে জিততে হবে বাকি থাকা দুই ম্যাচেই, যার প্রথমটি আবার শক্তিশালী রংপুর রাইডার্সের বিপক্ষে। সে ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহীর অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।

এখনো পর্যন্ত ১০ ম্যাচ খেলে ৫টি জিতেছে মিরাজের রাজশাহী। সমান ম্যাচে রংপুরের ঝুলিতে জয় ৬ ম্যাচে। তবে দুই দলের প্রথম সাক্ষাতে অগ্রজ সতীর্থর দলকে হারিয়ে দিয়েছিলেন তরুণ মেহেদি মিরাজ। সে ম্যাচের পুনরাবৃত্তিই করতে চাইবে তারা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ ওভার শেষে রাজশাহীর সংগ্রহ ১ উইকেটে ২৭ রান। ১১ বলে ১২ রান করে সাজঘরে ফিরে গিয়েছেন জনসন চার্লস। দ্বিতীয় উইকেট জুটিতে ব্যাট করছেন মুমিনুল হক এবং সৌম্য সরকার।

রাজশাহী কিংস একাদশ: জনসন চার্লস, মুমিনুল হক, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, লরি ইভানস, ক্রিশ্চিয়ান জঙ্কার, ফজলে মাহমুদ, কাইস আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, আরাফাত সানি এবং মোস্তাফিজুর রহমান।

রংপুর রাইডার্স একাদশ: ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, রিলে রুশো, এবি ডি ভিলিয়ার্স, মোহাম্মদ মিঠুন, নাহিদুল ইসলাম, ফরহাদ রেজা, মাশরাফি বিন মর্তুজা, নাজমুল ইসলাম অপু, শফিউল ইসলাম এবং শহীদুল ইসলাম।

এসএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।