শচিন-আফ্রিদির রেকর্ড ভেঙে বিস্ময় ছড়ালেন ১৬ বছরের বালক

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:১৫ পিএম, ২৬ জানুয়ারি ২০১৯

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে হাফসেঞ্চুরি করা ব্যাটসম্যানের নাম কি? শচিন টেন্ডুলকার। এতদিন ভারতীয় এই কিংবদন্তিই ছিলেন এর রেকর্ডের মালিক। তবে এবার তাকে ছাড়িয়ে গেছেন নেপালের ১৬ বছরের এক বালক।

শনিবার মাত্র ১৬ বছর ১৪৬ দিন বয়সে হাফসেঞ্চুরি করে সবচেয়ে কম বয়সী ব্যাটসম্যান হিসেবে রেকর্ড গড়েছেন নেপালের রোহিত পাওডেল। শচিন এই রেকর্ড গড়েছিলেন ১৬ বছর ২১৩ দিন বয়সে।

শুধু শচিন নয়। পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার শহীদ আফ্রিদিকেও ছাড়িয়ে গেছেন রোহিত। ১৬ বছর ২১৭ দিন বয়সে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৭ বলে সেঞ্চুরি করে রেকর্ড গড়েছিলেন আফ্রিদি। এতদিন পর্যন্ত ওই ইনিংসের হাফসেঞ্চুরিটাই ছিল আন্তর্জাতিক ওয়ানডেতে কোনো ব্যাটসম্যানের সবচেয়ে কম বয়সে করা ফিফটির রেকর্ড।

দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৪৫ রানের বড় জয় পেয়েছে নেপাল। যে ম্যাচে ৫৮ বলে ৫৫ রানের এক ইনিংস খেলেন পাওডেল, এই ইনিংসই তাকে রেকর্ড বইয়ে বসিয়ে দিয়েছে।

বিপিএল খেলে যাওয়া ১৮ বছর বয়সী লেগস্পিনার সন্দ্বীপ লামিচানেও এই ম্যাচে ঝলক দেখিয়েছেন। ২৪৩ রান তাড়া করছিল আরব আমিরাত। ২৪ রানে ৪ উইকেট নিয়ে স্বাগতিকদের ৯৭ রানে গুটিয়ে দেয়ার নায়ক লামিচানেই।

এমএমআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।