শ্বশুর বাড়িতে সংবর্ধনায় সিক্ত সাকিব

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৬:২৭ পিএম, ২৪ জানুয়ারি ২০১৯

নরসিংদীর মনোহরদীতে শ্বশুরের পৈতৃক ভিটায় এলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিয়ের ৬ বছর পর এই প্রথম শ্বশুর বাড়ি পা রাখলেন তিনি। শ্বশুর বাড়িতে এলেন এমন এক জামাই, যার খ্যাতি বিশ্বজোড়া। এ কারণেই মনোহরদীতে জামাইয়ের আগমন উপলক্ষে আয়োজন করা হয় এক সংবর্ধণা সভার। এ সময় নিজ এলাকার জামাই সাকিবকে ফুল দিয়ে বরণ করে নেন স্থানীয় সংসদ সদস্য, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন। একই অনুষ্ঠানেক সংবর্ধণা দেয়া হয় শিল্পমন্ত্রীকেও।

বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান তার শ্বশুর বাড়িতে আগমনে উচ্ছসিত ছিল পুরো মনোহরদী উপজেলাবাসী। শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ও জামাই সাকিবের আগমনকে ঘিরে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ করা হয়।

মনোহরদীসহ বিভিন্ন অঞ্চলের সাকিবভক্তরা সকাল থেকে তাকে দেখার আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন। দুপুর একটায় শিল্পমন্ত্রীসহ সাকিব আল হাসান তার শ্বশুরালয় খিদিরপুর ইউনিয়নের রামপুর সরদার বাড়ীতে পৌঁছালে হাজার হাজার ভক্ত-সমর্থক তাদের স্বাগত জানান।

পরে সাকিবের শ্বশুর বাড়ী প্রাঙ্গনে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে তাদের সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, সাকিব আল হাসান বিশ্ব সেরা ক্রিকেটার। তিনি আমাদের জামাতা। তাকে বরণ করে আজ আমরা আনন্দিত।

এ সময় শিল্পমন্ত্রী আগামী বিশ্বকাপ বাংলাদেশ জিতবে এই আশাবাদ জানিয়ে বলেন, ‘সাকিব ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার। আরেকজন অলরাউন্ডার আছে বাংলাদেশে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। যিনি নিজে খেলেন এবং খেলান। যা দেখে সারা বিশ্ব অবাক। প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে আমি অলরাউন্ডার সাকিব আল হাসানের নিকট আশা করি, আগামী বিশ্বকাপও আমরা তাদের নেতৃত্বে বাংলাদেশে আনতে পারবো।’

এ সময় সাকিব আল হাসান বলেন, ‘শ্বশুর বাড়িতে কখনো আসা হয়নি। প্রথমবার আসলাম, ভালো লেগেছে। প্রথম বারের মতো শ্বশুর বাড়িতে আসায় শিল্পমন্ত্রীকে ধন্যবাদ। আপনারা আমার জন্য দোয়া করবেন, বাংলাদেশ ক্রিকেটের জন্য দোয়া করবেন। যাতে আগামীতে আমরা বিশ্বকাপ জিততে পারি।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিল্পমন্ত্রীর জামাতা বিডিজি মাগুরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও রংপুর রাইডার্সের চেয়ারম্যান মোস্তফা আজাদ মহিউদ্দিন, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিক হাসান, সাকিব আল হাসানের শ্বশুর মমতাজ উদ্দিন সরদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট ফজলুল হক, সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, মনোহরদী পৌর মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজন, খিদিরপুর ইউনিয়ন চেয়ারম্যান মাহবুবুর রহমান জামিল প্রমুখ।

উল্লেখ্য, ক্রিকেটার সাকিব আল হাসান মনোহরদী উপজেলার রামপুর গ্রামের আমেরিকান প্রবাসী মমতাজ উদ্দিনের মেয়ে সরদার উম্মে রুমান আহমেদ শিশিরকে বিয়ে করেন। বিয়ের পর এবারই প্রথম সাকিব আল হাসান তার শ্বশুরালয়ে আগমন করেন।

সঞ্জিত সাহা/আইএইচএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।