১৪৪ রানে গুটিয়ে গেল শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:২২ পিএম, ২৪ জানুয়ারি ২০১৯

ব্রিসবেনে দিবারাত্রির টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ১৪৪ রানে অলআউট হয়ে গিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট দল। অভিষিক্ত পেসার ঝাই রিচার্ডসনের সঙ্গে কামিনস-স্টার্কদের তোপে দেড়শ রানও করতে পারেনি চন্ডিকা হাথুরুসিংহের দল।

লঙ্কানদের পক্ষে ব্যাট হাতে লড়াই করেছেন কেবল উইকেটরক্ষক ব্যাটসম্যান নিরোশান ডিকভেলা। স্রোতের প্রতিকূলে দাঁড়িয়ে খেলেছেন ৬৪ রানের ইনিংস। এছাড়া আর কেউই তেমন প্রতিরোধ গড়তে পারেনি। জবাবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভার শেষে বিনা উইকেটে ২৪ রান করে ফেলেছে স্বাগতিক অস্ট্রেলিয়া।

গোলাপী বলের ম্যাচে টস ভাগ্যটা ছিলো লঙ্কানদেরই পক্ষে। টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক দীনেশ চান্দিমাল। কিন্তু দলের কেউই অধিনায়কের সিদ্ধান্তের প্রতি সুবিচার করতে পারেননি।

উদ্বোধনী জুটিতে নির্বিঘ্নেই প্রথম ঘণ্টা কাটিয়ে দিয়েছিলেন দুই ওপেনার দিমুথ করুনারাত্নে এবং লাহিরু থিরিমান্নে। ১১তম ওভারে দলীয় ২৬ রানের মাথায় প্যাট কামিনসের বোলিংয়ে ব্যক্তিগত ১২ রানে সাজঘরে ফেরেন থিরিমান্নে।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লঙ্কানরা। অভিষিক্ত ঝাই রিচার্ডসনের শিকারে পরিণত হন ৩ ব্যাটসম্যান। অধিনায়ক দীনেশ চান্দিমাল (৫), কুশল মেন্ডিস (১৪) ও ধনঞ্জয়া ডি সিলভার (৫) উইকেট নিয়ে নিজের অভিষেকটা রাঙিয়ে রাখেন রিচার্ডসন।

সুরঙ্গা লাকমলকে স্লিপে থাকা মার্নাস লাবুচানের হাতে ক্যাচ বানিয়ে টেস্ট ক্যারিয়ারে নিজের ২০০ উইকেট পূরণ করেন মিচেল স্টার্ক। এরপর দিলরুয়ান পেরেরাকেও সাজঘরে পাঠান তিনি। তবে স্টার্ক-রিচার্ডসনকে ছাড়িয়ে গিয়েছেন প্যাট কামিনস।

শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করা ডিকভেলার উইকেটসহ মোট ৪ লঙ্কানকে সাজঘরের টিকিট ধরিয়ে দেন এ ডানহাতি ব্যাটসম্যান। ৭৮ বলে ৬ চার ও ১ ছক্কার মারে ৬৪ রানের ইনিংস খেলেন ডিকভেলা। তিন পেসারের তোপের মুখে ১টি উইকেট নেন অসি অফস্পিনার নাথান লিয়ন।

এসএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।