শুক্রবার শুরু বিপিএলের পাঁচদিনের চট্টগ্রাম পর্ব  

শাহাদাৎ আহমেদ সাহাদ
শাহাদাৎ আহমেদ সাহাদ শাহাদাৎ আহমেদ সাহাদ , স্পোর্টস রিপোর্টার
প্রকাশিত: ০২:২৭ পিএম, ২৪ জানুয়ারি ২০১৯

দেখতে দেখতে প্রায় শেষের দিকে চলে এসেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের ষষ্ঠ আসরের খেলা। ইতোমধ্যে ঢাকার দুই পর্ব এবং মাঝে সিলেট পর্বে মাঠে গড়িয়েছে ২৮টি ম্যাচ। এখনো বাকি রয়েছে টুর্নামেন্টের ১৮টি ম্যাচ। শেষের এই ১৮ ম্যাচের ১০টি খেলা হবে দেশের বন্দর নগরী চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। 

বিপিএলের এবারের আসরটি ঢাকায় তিন পর্ব, সিলেটে এক পর্ব এবং চট্টগ্রামের এক পর্বে ভাগ করা হয়েছে। ঢাকার প্রথম পর্বে ১৪ ম্যাচ খেলে ৮ ম্যাচের জন্য সিলেটে স্থানান্তরিত হয়েছিল বিপিএল। এরপর আবার ঢাকায় ফিরে ৬ ম্যাচ শেষ করে এবার চট্টগ্রাম যাত্রা করেছে বিপিএল।

শুক্রবার (২৫ জানুয়ারি) শুরু হবে বিপিএলের চট্টগ্রাম পর্ব। মাঝে একদিন বিরতি বাদ দিয়ে পাঁচ দিনের এই পর্বে ১০টি ম্যাচ হবে দেশের বন্দর নগরীতে। শুক্রবার রাজশাহী কিংস ও সিলেট সিক্সার্সের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে পাঁচদিনের এই চট্টগ্রাম পর্ব। আগামী বুধবার (৩০ জানুয়ারি) এই দু’দলের ম্যাচ দিয়েই পর্দা নামবে বিপিএলের চট্টগ্রাম পর্বের। 

স্বভাবতই চট্টগ্রামে সবচেয়ে বেশি ৪টি ম্যাচ খেলবে স্বাগতিক দল চিটাগং ভাইকিংস। বিপিএলের গত আসরে চট্টগ্রাম যাত্রাটা সুখকর হয়নি স্বাগতিক দলটি। সেবারও নিজের মাঠে ৪ ম্যাচ খেলেছিল তারা। কিন্তু জয় পেয়েছিল মাত্র ১ ম্যাচে। হেরে গিয়েছিল বাকি তিন ম্যাচেই। 

তবে সে তুলনায় এবার বেশ শক্ত অবস্থানেই রয়েছে তারা। এখনো পর্যন্ত ৭ ম্যাচ খেলে মাত্র ১টিতে জিততে ব্যর্থ হয়েছে তারা। বাকি ৬ ম্যাচ জিতে এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। চট্টগ্রাম পর্বেই নিজেদের বাকি থাকা ৫ ম্যাচের ৪টি খেলে ফেলবে মুশফিকুর রহীমের দল। নিশ্চিতভাবেই তাদের চাওয়া থাকবে জয়ের ধারা অব্যাহত রেখেই গ্রুপপর্ব শেষ করা। 

চিটাগং ভাইকিংসের মতো রাজশাহী কিংসও নিজেদের শেষ ৪ ম্যাচই খেলবে চট্টগ্রাম পর্বে। সিলেট সিক্সার্সের বিপক্ষে ২টি এবং রংপুর রাইডার্স ও স্বাগতিক চিটাগং ভাইকিংসের বিপক্ষে ১টি করে ম্যাচ রয়েছে তাদের। ৮ ম্যাচ থেকে ৪ জয় পাওয়া রাজশাহীর শেষ চার নিশ্চিত করতে হলে এ ৪ ম্যাচেই দেখাতে হবে নিজেদের সেরা পারফরম্যান্স। 

এছাড়া চট্টগ্রাম পর্বে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স ৩টি, সিলেট সিক্সার্স ৩টি, খুলনা টাইটানস ২টি, কুমিল্লা ভিক্টোরিয়ানস ২টি ও ঢাকা ডায়নামাইটস খেলবে ২টি করে ম্যাচ। 

চট্টগ্রাম পর্ব শুরুর আগে পয়েন্ট টেবিল

১. চিটাগং ভাইকিংস ৭ ম্যাচে ৬ জয় ১২ পয়েন্ট (+০.৩৩৯)

২. ঢাকা ডায়নামাইটস ৮ ম্যাচে ৫ জয় ১০ পয়েন্ট (+১.৩৬১)

৩. কুমিল্লা ভিক্টোরিয়ানস ৮ ম্যাচে ৫ জয় ১০ পয়েন্ট (-০.০৩৭)

৪. রংপুর রাইডার্স ৮ ম্যাচে ৪ জয় ৮ পয়েন্ট (+০.২৬৪)

৫. রাজশাহী কিংস ৮ ম্যাচে ৪ জয় ৮ পয়েন্ট (-০.৩৪৯)

৬. খুলনা টাইটানস ৯ ম্যাচে ২ জয় ৪ পয়েন্ট (-০.৬৫৩) 

৭. সিলেট সিক্সার্স ৮ ম্যাচে ১ জয় ২ পয়েন্ট (-০.৮৪২)

চট্টগ্রাম পর্বের সূচি (২৫-৩০ জানুয়ারি)

তারিখ প্রতিপক্ষ সময় 

২৫ জানু, শুক্রবার সিলেট সিক্সার্স-রাজশাহী কিংস ২.০০
২৫ জানু, শুক্রবার চিটাগং ভাইকিংস-রংপুর রাইডার্স ৭.০০

২৬ জানু, শনিবার সিলেট সিক্সার্স-খুলনা টাইটান্স ১.৩০
২৬ জানু, শনিবার চিটাগং ভাইকিংস-রাজশাহী কিংস ৬.৩০

২৮ জানু, সোমবার খুলনা টাইটান্স-কুমিল্লা ভিক্টোরিয়ান্স ১.৩০
২৮ জানু, সোমবার ঢাকা ডায়নামাইটস-রংপুর রাইডার্স ৬.৩০

২৯ জানু, মঙ্গলবার চিটাগং ভাইকিংস-কুমিল্লা ভিক্টোরিয়ান্স ১.৩০
২৯ জানু, মঙ্গলবার রংপুর রাইডার্স-রাজশাহী কিংস ৬.৩০

৩০ জানু, বুধবার চিটাগং ভাইকিংস-ঢাকা ডায়নামাইটস ১.৩০
৩০ জানু, বুধবার সিলেট সিক্সার্স-রাজশাহী কিংস ৬.৩০

এসএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।