টসে জিতে ফিল্ডিংয়ে রংপুর
বিপিএলের এবারের আসরে এখনো পর্যন্ত সবচেয়ে তলানির দল খুলনা টাইটানস, খুব বেশি সুবিধা করতে পারেনি চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সও। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের ২৫তম ম্যাচে দ্বিতীয়বারের মতো একে অপরের বিপক্ষে মাঠে নামছে দুই দল।
টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন রংপুর অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দুই দলের প্রথম দেখায় আগে ব্যাটিং করেছিল রংপুর। তাদের করা ১৬৮ রানের জবাবে ১৬১ রানে থেমেছিল খুলনার ইনিংস। ৮ রানের জয় পেয়েছিল রংপুর।
তবে এবার দ্বিতীয় দেখায় রান চেজের দিকেই মনোযোগী হলো রংপুর। এখনো পর্যন্ত ৭ ম্যাচ খেলে ৩টিতে জিতে পয়েন্ট টেবিলের ৫ নম্বরে রয়েছে রংপুর। অন্যদিকে সমান ম্যাচে মাত্র ১ জয়ে টেবিলের তলানিতে অবস্থান করছে খুলনা।
খুলনা টাইটানস একাদশ: আলআমিন জুনিয়র, জুনায়েদ সিদ্দিকী, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, ব্রেন্ডন টেলর, ডেভিড উইজ, তাইজুল ইসলাম, ইয়াসির শাহ, জুনায়েদ খান এবং শুভাশিষ রয়।
রংপুর রাইডার্স একাদশ: অ্যালেক্স হেলস, ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, রিলে রুশো, মোহাম্মদ মিঠুন, নাহিদুল ইসলাম, ফরহাদ রেজা, মাশরাফি বিন মর্তুজা, নাজমুল ইসলাম অপু, শফিউল ইসলাম এবং সোহাগ গাজী।
এসএএস/এমকেএইচ