বাকি ম্যাচগুলো নিজেদের জন্য খেলতে চান মাহমুদউল্লাহ

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪০ এএম, ২০ জানুয়ারি ২০১৯

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের এবারের আসরে এখনো পর্যন্ত হয়েছে ২২টি ম্যাচ। এখনো গ্রুপ পর্বের বাকি রয়েছে ২০টি ম্যাচ। কিন্তু এরই মধ্যে বিদায় ঘণ্টা প্রায় বেজে গিয়েছে খুলনা টাইটানসের। কেননা নিজেদের প্রথম সাত ম্যাচের মধ্যে মাত্র ১টিতে জিততে পেরেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

বাকী থাকা ৫ ম্যাচের সবকয়টি জিতলে এবং পাশাপাশি বেশ কিছু জটিল সমীকরণ মেলাতে পারলেই কেবল প্লে’অফে খেলতে পারবে খুলনা। কিন্তু কার্যত আশা শেষ তাদের। তাই টুর্নামেন্টে বাকি থাকা ম্যাচগুলো নিজেদের জন্য হলেও ভালো খেলতে চান খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ।

শনিবার চিটাগং ভাইকিংসের বিপক্ষে মাহমুদউল্লাহর ফিফটির পরেও ৩২ রানে হেরেছে খুলনা। ম্যাচটি জিততে পারলে সমীকরণটা নিজেদের পক্ষেই রাখতে পারতেন মাহমুদউল্লাহরা। তা হয়নি বিদায় এখন প্লে’অফ খেলার সুযোগ অনেকটাই কমে গিয়েছে বলে মনে করেন রিয়াদ।

ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে খুলনার অধিনায়ক বলেন, ‘রান করার পরেও যদি দল হারে, তাহলে রান করাটা কাজে আসে না। আমাদের জন্য এখন প্লে অফের সমীকরণ আরও কঠিন হয়ে গেল। এখন খুবই কম সুযোগ আছে আমাদের। আমাদের এখন নিজেদের জন্যে হলেও ভালো খেলা উচিত।’

ম্যাচে আগে ব্যাটিং করে এবারের আসরের সর্বোচ্চ এবং বিপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ২১৪ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিলন চিটাগং। কার্যত সেখানেই শেষ হয়ে যায় ম্যাচ। খুলনার অধিনায়কের কণ্ঠেও শোনা যায় একই কথা। তার মতে ১৯০-২০০ রানের মধ্যে আটকে রাখতে পারলে ভালো সুযোগ থাকত খুলনার।

মাহমুদউল্লাহ বলেন, ‘আপনি যখন ২১৪ রানের বিশাল লক্ষ্য অতিক্রম করবেন তখন আপনার প্রথম বল থেকেই ভালোভাবে খেলা উচিত। উইকেট ব্যাটিং উপযোগী ছিল অবশ্যই। কিন্তু আমাদের উচিত ছিল তাঁদের ১৯০-২০০ রানের মধ্যে বেঁধে রাখা।’

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।