চলে এলেন এবি ডি ভিলিয়ার্স

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৪ পিএম, ১৭ জানুয়ারি ২০১৯

এবি ডি ভিলিয়ার্স, বিশ্ব ক্রিকেটের সেরা ব্যাটসম্যানদের একজন। এবারই প্রথমবারের মতো বিপিএলে খেলতে রাজি হয়েছেন 'মি ৩৬০ ডিগ্রি'। তবে টুর্নামেন্ট শুরু হওয়ার পর অনেকটা দিন দেখা মেলেনি তার। অবশেষে চলে এলেন দক্ষিণ আফ্রিকান এই ব্যাটসম্যান।

আজ দুপুরে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখেছেন এবি ডি ভিলিয়ার্স। সেখান থেকে সরাসরি গেছেন টিম হোটেলে। এবার তিনি খেলবেন মাশরাফি বিন মর্তুজার দল রংপুর রাইডার্সের হয়ে।

এবারের বিপিএলে বড় বড় অনেক ব্যাটসম্যান খেলতে এসেছেন, যাদের আগের আসরগুলোতে দেখা যায়নি। এদের মধ্যে আলাদা করে উল্লেখ করতে হয় স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার আর এবি ডি ভিলিয়ার্সের নাম।

যদিও বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মন খারাপ করে চলে গেছেন স্টিভেন স্মিথ। চোটে পড়েছেন তিনি। এরই মধ্যে নতুন করে যোগ হয়েছে ওয়ার্নারের কনুইয়ের ইনজুরি। অস্ট্রেলিয়ার মারকুটে এই ওপেনারও অস্ট্রেলিয়া ফিরে যাবেন ২১ জানুয়ারি।

এর মধ্যে এবি ডি ভিলিয়ার্সের আগমন কিছুটা হলেও স্বস্তি এনে দেবে বিপিএল ভক্তদের। তার মানের একজন ব্যাটসম্যান নিশ্চয়ই মাঠেও দর্শক টানতে পারবেন।

এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।