মায়ের নামের জার্সি পরে নামবেন মিরাজ-মোস্তাফিজ-ডেসকাটরা

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫০ এএম, ১৬ জানুয়ারি ২০১৯

মা, ছোট্ট একটা শব্দ কিন্তু অনেক বড় অর্থ। পৃথিবীতে সবচেয়ে আপন মানুষটির নাম মা। যার তুলনা আসলে কিছুতেই হয় না। এই মা'কে শ্রদ্ধা জানাতে কি বিশেষ দিবসের প্রয়োজন আছে? রাজশাহী কিংস তেমনটা মনে করে না। তাই কোনো উপলক্ষ্য না থাকলেও মায়ের নামের জার্সি পরে মাঠে আসার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী শিবির।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দুপুরে ফেবারিট ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হচ্ছে রাজশাহী কিংস। এই ম্যাচেই মিরাজ-মোস্তাফিজ-ডেসকাট-সৌম্যদের পিঠে দেখা যাবে মায়ের নামটি।

রাজশাহী ফ্রাঞ্চাইজি জানিয়েছে, বিশেষ কোনো উপলক্ষ্য নয়। প্রতিটি ছেলে কিংবা মেয়ের জীবনে মায়ের গুরুত্ব এবং অবদানের কৃতজ্ঞতা প্রকাশে বিশেষ উপলক্ষ্যের দরকার পড়ে না বলেই মনে করছে তারা।

জীবনে প্রথমবারের মতো এমন একটি মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছেন বলে ভীষণ রোমাঞ্চিত রাজশাহী কিংস অধিনায়ক মেহেদী হাসান মিরাজও। তিনি বলেন, 'এই ধরণের কিছু প্রথমবার হতে যাচ্ছে আমার জীবনে। মায়ের জন্য কিছু করতে পারা অবশ্যই আমাদের জন্য স্পেশাল। আমরা এই ম্যাচটি জিতে আমাদের মা'কে উৎসর্গ করতে চাই।'

রাজশাহী কিংসের কোচ ল্যান্স ক্লুসনার বলেন, 'আমার মা আমার জীবনের স্পেশাল একজন মানুষ। আমাকে যদি প্রথম কেউ জিজ্ঞেস করে দিন কেমন যাচ্ছে, সেটা আমার মা। আমি তার সঙ্গে প্রতিদিন কথা বলি। আমরা প্রায়ই মাকে ভুলে যাই, আশেপাশের লোকদের নিয়ে চিন্তা করি। আমি সবাইকে বলব, প্রতিদিন কমপক্ষে একবার মায়ের সঙ্গে কথা বলুন এবং আপনার জন্য তিনি যা করেছেন তার কদর করুন।'

রাজশাহী কিংসের প্রধান নির্বাহী তাহমিদ আজিজুল এমন উদ্যোগের বিষয়ে বলেন, 'মায়েরা লাখো মানুষের অনুপ্রেরণা। কিংসও এর বাইরে নয়। আমরা এমন উদ্যোগ নিয়েছি জাতির সত্যিকারের মেরুদণ্ডকে শ্রদ্ধা জানাতে।'

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।