তৌহিদের বদলে সুযোগ পেলেন নাসির

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৭ পিএম, ০৯ জানুয়ারি ২০১৯

টিম কম্বিনেশনের কারণে আসরের নিজেদের প্রথম ম্যাচে গতবারের অধিনায়ক নাসির হোসেনকে একাদশেই রাখতে পারেনি সিলেট সিক্সার্স। তবে দ্বিতীয় ম্যাচেই একাদশে ফিরেছেন অফস্পিনিং অলরাউন্ডার নাসির।

সিলেটের প্রথম ম্যাচে ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন তরুণ ব্যাটসম্যান তৌহিদ হৃদয়। ২৪ বল খেলে করেছিলেন মাত্র ৮ রান। এর চেয়েও বেশি সমালোচিত হয়েছিলেন অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে রানআউট করার কারণে।

তাই তৌহিদকে পরের ম্যাচের একাদশে নেয়নি সিলেট। তার বদলেই সুযোগ পেয়েছেন নাসির। দলে পরিবর্তনও কেবল এই একটি। এছাড়া অপরিবর্তিত একাদশ নিয়েই নেমেছে চিটাগং ভাইকিংসও। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে সিলেট।

সিলেট একাদশ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), লিটন দাস, সাব্বির রহমান, আফিফ হোসেন ধ্রুব, অলক কাপালি, নাসির হোসেন, নিকোলাস পুরান, সন্দ্বীপ লামিচানে, মোহাম্মদ ইরফান, তাসকিন আহমেদ ও আলআমিন হোসেন।

চিটাগং একাদশ: মোহাম্মদ শাহজাদ, ক্যামেরন ডেলপর্ট, মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, সিকান্দার রাজা, রবি ফ্রাইলিংক, নাঈম হাসান, সানজামুল ইসলাম, আবু জায়েদ রাহী এবং সৈয়দ খালেদ আহমেদ।

এসএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।