৯ ম্যাচেই নতুন উচ্চতায় রিশাভ পান্ত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:৩২ পিএম, ০৮ জানুয়ারি ২০১৯

অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজে দুর্দান্ত ব্যাটিং করেছেন ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান রিশাভ পান্ত। সিডনিতে সিরিজের শেষ ম্যাচে খেলেছেন ক্যারিয়ার সর্বোচ্চ ১৫৯ রানের অপরাজিত ইনিংস। পান্ত এ দুর্দান্ত ব্যাটিংয়ের পুরস্কার পেয়েছেন আইসিসির সদ্য প্রকাশিত ব্যাটিং র‍্যাংকিংয়ে।

বছরের শুরুতে হালনাগাদকৃত র‍্যাংকিংয়ে ২১ ধাপ এগিয়েছেন পান্ত। উঠে এসেছেন ১৭ নম্বর স্থানে। যা কি-না ভারতের ইতিহাসে বিশেষজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যানদের মধ্যে সেরা। তার আগে ১৯৭৩ সালের র‍্যাংকিংয়েও ঠিক ২১ নম্বরেই বসেছিলেন ভারতের তৎকালীন উইকেটরক্ষক ব্যাটসম্যান ফারুক ইঞ্জিনিয়ার।

র‍্যাংকিংয়ের রেকর্ডটা ফারুক ইঞ্জিনিয়ারের সাথে ভাগাভাগি করতে হলেও, রেটিং বিচারে নিজ দেশের আগের সব উইকেটরক্ষক ব্যাটসম্যানকে ছাড়িয়ে গিয়েছেন পান্ত।

এতোদিন ধরে টেস্ট ব্যাটিং র‍্যাংকিংয়ের ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যানদের সর্বোচ্চ রেটিং ছিলো মহেন্দ্র সিং ধোনির ৬৬২, তার সেরা র‍্যাংকিং ছিলো ১৯। ধোনির রেটিংয়ের রেকর্ড ভেঙে বর্তমানে পান্তের রেটিং ৬৭৩। ফারুক ইঞ্জিনিয়ারের সর্বোচ্চ ছিলো ৬১৯।

নিজের পূর্বসূরীদের পেছনে ফেলতে পান্তকে খেলতে হয়েছে মাত্র ৯টি টেস্ট। মাত্র ৫ মাসের ক্যারিয়ারেই গড়েছেন এ রেকর্ড। এখনো পর্যন্ত ৯ ম্যাচ খেলে ২টি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি করেছেন পান্ত। ৪৯.৭১ গড়ে তার ক্যারিয়ারে সংগ্রহ ৬৯৬ রান।

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।