দুর্ঘটনার কবলে ঢাকা ডায়নামাইটসের দুই ক্রিকেটার

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৬ পিএম, ০৭ জানুয়ারি ২০১৯

দুটি আলাদা দুর্ঘটনা। একই দলের দুই খেলোয়াড়ের। আলাদা দুটি দুর্ঘটনায় খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে ঢাকা ডায়নামাইটসের পেসার কাজী অনিক আর উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের।

গত ৪ জানুয়ারি বাইক দুর্ঘটনার কবলে পড়েছেন ঢাকা ডায়নামাইটসের পেসার কাজী অনিক। মিরপুর একাডেমিতে আজ (সোমবার) ফিজিও দেখিয়েছেন তিনি। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, টুর্নামেন্টটাই হয়তো শেষ হয়ে যাচ্ছে তরুণ এই পেসারের।

অনিক তার অবস্থা নিয়ে জানান, 'গত ৪ জানুয়ারি বাইক এক্সিডেন্ট করেছি। ফিজিও এখনও নিশ্চিত করে কিছু জানাননি। আরও আলাপ আলোচনার পর বোঝা যাবে কি অবস্থা।'

২০১৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা অনিকের গত আসরেই বিপিএলে খেলার অভিজ্ঞতা হয়েছে। সে আসরে রাজশাহী কিংসের হয়ে নিজের প্রথম ম্যাচেই ৫ উইকেট নিয়ে নজর কেড়েছিলেন তিনি। ওই পারফরম্যান্সের কারণেই এবার বাঁহাতি এই পেসারের প্রতি আগ্রহ দেখায় ঢাকা ডায়নামাইটস।

এদিকে, দুর্ঘটনার কবলে পড়েছেন ঢাকার উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহানও। হোটেলের সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় শক্ত আঘাত পেয়েছেন তিনি। আঘাতের স্থানে চারটি সেলাইও পড়েছে। তবে স্বস্তির খবর, মিরপুর একাডেমিতে অনুশীলন সেশনে দেখা গেছে তাকে।

এমএমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।