যে কারণে আজ খেললেন না গেইল

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০১:৪৯ পিএম, ০৫ জানুয়ারি ২০১৯

রংপুর রাইডার্সকে গত আসরে চ্যাম্পিয়ন করানোর মূল নায়ক ছিলেন ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল। ইলিমিনেটর রাউন্ডে সেঞ্চুরি করে দলকে তুলেছিলেন কোয়ালিফায়ারে। ফাইনালে একাই গেইলের ব্যাটের সামনে হেরে যায় ঢাকা ডায়ানাইটস। ফাইনালে ১৪৬ রান করেছিলেন গেইল।

সেই গেইলকে ধরে রেখেই এবার দল সাজায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। তবে রংপুর নিজেদের প্রথম ম্যাচ তথা বিপিএলের উদ্বোধনী ম্যাচে খেলাতে পারেনি গেইলকে। তাকে ছাড়াই একাদশ গঠন করতে হয়েছে মাশরাফি বিন মর্তুজাদের।

বিপিএল ধামাকা শুরু হয়েছে আজ থেকেই। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে উদ্বোধনী ম্যাচেই মাঠে নামতে হয়েছে রংপুরকে। অথচ ক্রিস গেইলই এসেছেন আজ সকালে।

রংপুর রাইডার্স সূত্রে জানা গেছে, কথা ছিল সকাল ৮টায় ঢাকায় এসে পৌঁছাবেন গেইল। তিনি রংপুর টিম ম্যানেজমেন্টকে জানিয়ে রেখেছেন, সকাল ৮টায় এসে পৌঁছালেও দুপুর সাড়ে ১২টায় তিনি প্রথম ম্যাচ খেলবেন।

কিন্তু ক্যারিবিয়ান অঞ্চল থেকে দীর্ঘ ভ্রমণ সফরের ক্লান্তি নিয়ে গেইল সকাল বেলা বিমান থেকে নেমে খেলতে পারবেন কি না, তা নিয়ে কিছুটা সংশয়ে ছিল রংপুরের টিম ম্যানেজমেন্ট। যদিও সেই সংশয় শেষ পর্যন্ত দুর হয়ে যায় গেইলের ফ্লাইট ২ ঘণ্টা বিলম্বে পৌঁছার কারণে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর ইমিগ্রেশনসহ যাবতীয় আনুষ্ঠানিকতা সেরে গেইলের হোটেলে পৌঁছার পর খেলার মত অবস্থা ছিল না। যে কারণে, চিটাগাং ভাইকিংসের বিপক্ষে আজ তাকে একাদশে রাখতে পারেনি রংপুর রাইডার্স। গেইল থাকলে নিশ্চিত ইনিংস ওপেন করতেন। কিন্তু তিনি না থাকায় রংপুরের হয়ে ইনিংস ওপেন করেছেন আলেক্স হেলস আর মেহেদী মারূফ।

আজ খেলতে না পারলেও আগামীকাল (রোববার) নিশ্চিত খুলনা টাইটান্সের বিপক্ষে মাঠে নামবেন গেইল। সে পর্যন্ত ভক্তদের অপেক্ষায় থাকতে হবে, গেইলের তাণ্ডব দেখার জন্য।

আইএইচএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।