৩৯ বলেই শেষ রংপুরের অর্ধেক

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০১:১৮ পিএম, ০৫ জানুয়ারি ২০১৯

টসের সময় রংপুর রাইডার্স অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছিলেন তিনি টসে জিতলে আগে বোলিংই করতেন। তিনি কেনো এমনটা বলেছিলেন তা স্পষ্ট হয়ে গিয়েছে রংপুর ব্যাটিংয়ে নামার আধঘণ্টার মধ্যেই। মাত্র ২৫ রানেই সাজঘরে ফিরে গিয়েছে দলের পাঁচ ব্যাটসম্যান।

টসে জিতে চিটাগং ভাইকিংস অধিনায়ক মুশফিকুর রহীমের আগে বোলিং করার সিদ্ধান্ত যে পুরোপুরি ঠিক- সেটিই প্রমাণ করে দিয়েছেন রবি ফ্রাইলিংক, আবু জায়েদ রাহী, নাঈম হাসানরা।

পাওয়ার প্লে'র ছয় ওভারে ৪ উইকেট হারিয়ে মাত্র ২৪ রান করতে পেরেছিল রংপুর। সপ্তম ওভারের তৃতীয় বলে প্রতিপক্ষের পঞ্চম উইকেট তুলে নেন চিটাগংয়ে স্থানীয় ক্রিকেটার নাঈম হাসান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভার শেষে রংপুরের সংগ্রহ ৫ উইকেটে ২৯ রান।

টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারটা দেখেশুনেই কাটিয়ে দিয়েছিলেন রংপুর ওপেনার মেহেদি মারুফ। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে স্ট্রাইক পান হেলস। রবি ফ্রাইলিংকের ভেতরে ঢোকা ডেলিভারী সময়মতো ব্যাট চালাতে ব্যর্থ হলে আঘাত হানে প্যাডে।

জোরালো আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। রিভিউ থাকলেও তা নেননি হেলস। রিপ্লেতে দেখা যায় আম্পায়ার্স কলে আউটই থাকতেন হেলস। ষষ্ঠ আসরে প্রথম উইকেট নেন ফ্রাইলিংক।

দ্বিতীয় উইকেটটাও যায় ফ্রাইলিংকের নামেই। একই ওভারের চতুর্থ বলে সরাসরি বোল্ড করে দেন মোহাম্মদ মিঠুনকে। হেলসের মতো তিনিও ব্যর্থ হন রানের খাতা খুলতে।

বর্তমান চ্যাম্পিয়ন রংপুরের বিপদ আরও বেড়ে যায় তৃতীয় ওভারে দক্ষিণ আফ্রিকান মারকুটে ব্যাটসম্যান রিলে রুশো উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলে। মাত্র ১০ রানেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় রংপুর।

সেই চাপ সামাল দেয়ার বদলে আরও বাড়িয়ে দেন উদ্বোধনী ব্যাটসম্যান মেহেদি মারুফ। রবি ফ্রাইলিংকের তৃতীয় শিকার হওয়ার পথে তিনি ধরা পড়েন সানজামুল ইসলামের হাতে। তারপর নাঈমের বলে আবু জায়েদের হাতে ক্যাচ দিয়ে আউট হন বেনি হাওয়েল। তখনো পর্যন্ত দলের পক্ষে সর্বোচ্চ ৮ রান করেন তিনি।

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।