বিপিএল অভিষেকে গোল্ডেন ডাক হেলসের, বিপদে রংপুর

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৪ পিএম, ০৫ জানুয়ারি ২০১৯

এবি ডি ভিলিয়ার্স আসবেন কয়েক ম্যাচ পরে, ভ্রমণ ক্লান্তির কারণে প্রথম ম্যাচে নামা হয়নি ক্রিস গেইলের। তাই স্বভাবতই বিপিএলের ষষ্ঠ আসরের উদ্বোধনী ম্যাচে রংপুর রাইডার্সের সকল আলো ছিলো ইংলিশ তারকা অ্যালেক্স হেলসের ওপর।

কিন্তু প্রথমবারের মতো বিপিএলের মাঠে খেলতে নেমে ভক্ত-সমর্থকদের হতাশই করলেন হেলস। বিপিএলে নিজের অভিষেক ম্যাচে ফিরেছেন খালি হাতে, তাও কি-না মুখোমুখি প্রথম বলেই। অর্থ্যাৎ নিজের বিপিএল অভিষেক ম্যাচে গোল্ডের ডাকে আউট হয়েছেন হেলস।

টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারটা দেখেশুনেই কাটিয়ে দিয়েছিলেন রংপুর ওপেনার মেহেদি মারুফ। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে স্ট্রাইক পান হেলস। রবি ফ্রাইলিংকের ভেতরে ঢোকা ডেলিভারী সময়মতো ব্যাট চালাতে ব্যর্থ হলে আঘাত হানে প্যাডে।

জোরালো আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। রিভিউ থাকলেও তা নেননি হেলস। রিপ্লেতে দেখা যায় আম্পায়ার্স কলে আউটই থাকতেন হেলস। ষষ্ঠ আসরে প্রথম উইকেট নেন ফ্রাইলিংক।

দ্বিতীয় উইকেটটাও যায় ফ্রাইলিংকের নামেই। একই ওভারের চতুর্থ বলে সরাসরি বোল্ড করে দেন মোহাম্মদ মিঠুনকে। হেলসের মতো তিনিও ব্যর্থ হন রানের খাতা খুলতে।

বর্তমান চ্যাম্পিয়ন রংপুরের বিপদ আরও বেড়ে যায় তৃতীয় ওভারে দক্ষিণ আফ্রিকান মারকুটে ব্যাটসম্যান রিলে রুশো উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলে। মাত্র ১০ রানেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছে রংপুর।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ ওভার শেষে রংপুরের সংগ্রহ ৩ উইকেটে ১৪ রান। চতুর্থ উইকেটে বিপর্যয় সামাল দেয়ার লক্ষ্যে খেলছেন রবি বোপারা ও মেহেদি মারুফ।

রংপুর একাদশ: অ্যালেক্স হেলস, মোহাম্মদ মিঠুন, রিলে রুশো, মেহেদি মারুফ, রবি বোপারা, বেনি হাওয়েল, ফরহাদ রেজা, মাশরাফি বিন মর্তুজা, সোহাগ গাজী, নাজমুল ইসলাম অপু এবং শফিউল ইসলাম।

চিটাগং একাদশ: মোহাম্মদ শাহজাদ, ক্যামেরন ডেলপর্ট, মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, সিকান্দার রাজা, রবি ফ্রাইলিংক, নাঈম হাসান, সানজামুল ইসলাম, আবু জায়েদ রাহী এবং সৈয়দ খালেদ আহমেদ।

এসএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।