নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি অধিনায়ক টিম সাউদি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:০৬ এএম, ০৫ জানুয়ারি ২০১৯

ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। যে কারণে দলটির টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন ৩০ বছর বয়সী ডানহাতি পেসার টিম সাউদি।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছে কিউইরা। যেখানে উইলিয়ামসনের পাশাপাশি বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্ট এবং অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোমকেও বিশ্রাম দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

অন্যদিকে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে এক ওভারে পাঁচ ছক্কা মেরে প্রায় এক বছর টি-টোয়েন্টি দলেও সুযোগ পেয়ে গিয়েছেন বাঁহাতি অলরাউন্ডার জিমি নিশাম। এছাড়াও বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনার এবং হেনরি নিকলসকেও স্কোয়াডে ডাকা হয়েছে।

প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন স্কট কুলেইন। এখনো পর্যন্ত দুইটি ওয়ানডে ম্যাচ খেললেও টি-টোয়েন্টি অভিষেক হয়নি তার। ঘরোয়া ক্রিকেটে নর্দার্ন ডিস্ট্রিকসের হয়ে নিয়মিত পারফর্ম করার পুরস্কার স্বরূপ টি-টোয়েন্টি দলেও ডাক পেয়েছেন তিনি।

নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড
টিম সাউদি (অধিনায়ক), লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, স্কট কুলেইন, কলিন মুনরো, জিমি নিশাম, হেনরি নিকলস, গ্লেন ফিলিপস, সেথ র‍্যান্স, মিচেল স্যান্টনার, টিম সেফার্ট, ইশ সোধি এবং রস টেলর।

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।