ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা ওয়ানডে একাদশে মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:১০ এএম, ৩১ ডিসেম্বর ২০১৮

একটা সময় এই বাংলাদেশের ক্রিকেট নিয়েই তুচ্ছ-তাচ্ছিল্য করতো অস্ট্রেলিয়া। এখন বাংলাদেশের ক্রিকেটাররা স্থান পাচ্ছেন বিশ্বসেরা একাদশেও। খোদ ক্রিকেট অস্ট্রেলিয়া বিদায়ী বছরের একটি সেরা একাদশ তৈরি করেছে, যেখানে তারা স্থান দিয়েছে বাংলাদেশের একজন ক্রিকেটারকে। কে সেই ক্রিকেটার? তিনি আর কেউ নন, কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।

বিশ্বসেরা এই একাদশে ক্রিকেট অস্ট্রেলিয়া ওপেনার হিসেবে বেছে নিয়েছে ভারতের রোহিত শর্মা এবং ইংল্যান্ডের জনি বেয়ারস্টোকে। তিন ও চার নাম্বার জায়গাটি অনুমিতভাবেই ইংল্যান্ডের জো রুট এবং ভারতের বিরাট কোহলির দখলে।

পাঁচে আছেন ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটসম্যান সিমরন হেটমায়ার। ছয়ে ইংলিশ উইকেটরক্ষক জস বাটলার। সাতে শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসারা পেরেরা।

স্পিনার কোটায় আছেন আফগানিস্তানের তারকা লেগস্পিনার রশিদ খান আর ভারতের 'চায়নাম্যান' স্পিনার কুলদ্বীপ যাদব। পেস বোলিংয়ে বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের সঙ্গে জুটি হিসেবে আছেন ভারতের জাসপ্রিত বুমরাহ।

২০১৮ সালে বাংলাদেশের হয়ে ১৮টি ওয়ানডে খেলেছেন মোস্তাফিজুর রহমান। ২১.৭২ গড়ে নিয়েছেন ২৯ উইকেট। ইকোনমি ছিল ৪.২। সেরা বোলিং ৪৩ রানে ৪ উইকেট।

এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।