ক্যান্সার যুদ্ধে পরাজিত স্ট্রাউসের স্ত্রী

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:১৭ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৮

ফুসফুসে আক্রান্ত স্ত্রীর পাশে থাকার জন্য ইংলিশ ক্রিকেট বোর্ডের (ইসিবি) নির্বাহী পরিচালকের পদ থেকে অব্যাহতি নিয়েছিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস। কিন্তু বেশিদিন অসুস্থ স্ত্রী রুথ স্ট্রাউসের পাশে থাকতে পারলেন না স্ট্রাউস।

শনিবার ক্যান্সার যুদ্ধে লড়াই থামিয়ে পরাজিত সৈনিকের বেশে না ফেরার দেশের পাড়ি জমিয়েছেন স্ট্রাউসের স্ত্রী। স্ট্রাউসের হয়ে ইসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে এ তথ্য।

যেখানে স্ট্রাউস লিখেছেন, ‘গভীর বেদনা ও বিষন্নতার সাথে জানাচ্ছি যে বিরল প্রজাতির ফুসফুস ক্যান্সারের সাথে লড়াই করে রুথ আজ আমাদের ছেড়ে চলে গিয়েছে। আমি, স্যাম ও লুকা তাকে অনেক বেশি মিস করছি।’

তিনি আরও লিখেন, ‘যারা রুথের সাথে মিশেছে, কথা বলেছে তারাই বলতে পারবে সে কতোটা স্নেহময়, যত্নশীল ও তার কাছের মানুষদের জন্য কতোটা ত্যাগী ছিলো। শেষ সময়ে অস্ট্রেলিয়ায় থাকায় আমাদের জন্য ভালো হয়েছে। সেখানেই তার জন্ম হয়েছিল এবং শেষ সময়েও সেখানের ভালোবাসা পেয়েছে।’

এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।