আইপিএলে বোলারদের খেলানো নিয়ে দ্বিমত ধোনি-কোহলির

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:০৮ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৮

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের আসন্ন মৌসুম নিয়ে বেশ বিপাকে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিশ্বকাপের বছর হওয়ায় সময়সূচি ঠিক করা নিয়ে চলছে নানান আলোচনা।

সেসবে আগ্রহ নেই ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির। তিনি শুধু চান তার দলের ক্রিকেটাররা যেন বিশ্বকাপের আগে যথাযথ বিশ্রাম পায় ও সুস্থ থাকে।

এ লক্ষ্যে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিদের উদ্দেশ্যে বিশেষ অনুরোধও করেছেন কোহলি। যাতে ভারতের প্রথম সারির বোলারদের বুঝে শুনে ও যথাযথ বিশ্রাম দিয়ে নামানো হয় মাঠে। এমনকি প্রয়োজন আইপিএলের শেষভাগের ম্যাচগুলোতে ভারতের তারকা বোলারদের না খেলানোরও অনুরোধ করেছেন কোহলি।

কিন্তু বর্তমান অধিনায়কের সাথে এই বিষয়ে ঐক্যমতে পৌঁছতে পারছেন না সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তার মতে বোলারদের বিশ্রাম দেয়াটাই উল্টো ভুল হবে। এর চেয়ে বরং যদি খেলার মধ্যে থাকে তারা, তবে তা ভারতীয় দলের জন্যই ভালো হবে।

নিজের আত্মপক্ষ সমর্থনমূলক যুক্তিসহ ধোনি বলেন, ‘মাত্র ৪ ওভার বোলিং করলে আপনি নিশ্চয়ই ক্লান্ত হয়ে পড়বেন না। আমার তো উল্টো মনে হয় এই ৪ ওভার বোলিং করলেই আপনি ছন্দে থাকবেন। আইপিএলের চাপের মধ্যে আপনি ইয়র্কার করছেন, ভ্যারিয়েশন দিচ্ছেন- এসব তো কাজে আসবে। আমি মনে করি বোলারদের উচিৎ পুরো আইপিএলেই খেলা। তাদের উচিৎ হবে খাওয়া-দাওয়া এবং ঘুমের সময়ে নিয়ম মেনে চলা।’

এসময় আইপিএলে খেলার উপকারিতা জানিয়ে ধোনি আরও বলেন, ‘যখন স্কিলের প্রসঙ্গ আসবে তখন আপনাকে নিজের সেরা অবস্থানেই থাকতে হবে। আমার সবসময়ই মনে হয়েছে যে আইপিএলের সময়টাতেই আমি সেরা অবস্থায় থাকি। কারণ তখন প্রতি তিন দিনে আপনার মাত্র সাড়ে তিন ঘণ্টা মাঠে থাকতে হয়। বাকি সময়টা আরামে জিমে ব্যয় করা যায়।’

এসএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।