জায়গা হারানো ধোনি আবারও ফিরছেন টি-টোয়েন্টি দলে!
ক্যারিয়ারের শেষ সময়ে এসে এমন পরিস্থিতিতে পড়তে হবে, তা বোধ হয় ঘুণাক্ষরেও ভাবেননি মহেন্দ্র সিং ধোনি। ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক তিনি। টেস্টটা ছেড়ে দিয়েছেন আগেই। কিন্তু ছাড়তে চাননি সীমিত ওভারের ক্রিকেট। ধোনির মতো একজন যখন খেলাটা চালিয়ে যেতে চাইছেন, তার সিদ্ধান্তকে সম্মান জানানোই উচিত।
কিন্তু ক্যারিয়ারের শেষ সময়ে এসে হঠাৎই টি-টোয়েন্টি দল থেকে জায়গা হারিয়ে বসলেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। ওয়েস্ট ইন্ডিজ আর অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে রইলেন উপেক্ষিত। অনেকেই মনে করছিলেন, টেস্টের পর ধোনির টি-টোয়েন্টি ক্যারিয়ারটাও শেষ।
নির্বাচকরা অবশ্য জানিয়েছিলেন, ধোনিকে বাদ দেয়া হয়নি। আসলে অস্ট্রেলিয়ায় ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নতুন উইকেটরক্ষক ব্যাটসম্যানকে পরখ করে দেখার জন্যই এমন সিদ্ধান্ত ছিল। তবু সমর্থকদের এমন কথা বিশ্বাস হয়নি, সিনিয়র খেলোয়াড়দের বাদ দেয়ার আগে এমন নাটক যে হয়ই!
তবে ধোনির ভক্তদের জন্য সুখবর। আবারও টি-টোয়েন্টি দলে ফেরানো হচ্ছে বর্ষীয়ান এই উইকেটরক্ষককে। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজেই টি-টোয়েন্টিতে ফিরবেন তিনি। যে সিরিজে ৫টি ওয়ানডে আর ৩টি টি-টোয়েন্টি খেলবে ভারত।
আগামী ২৪ ঘন্টার মধ্যেই এই সিরিজের দল দিয়ে দেবে ভারত। তবে তার আগেই 'মুম্বাই মিরর'-এর এক প্রতিবেদনে এসেছে, ওয়েস্ট ইন্ডিজ আর অস্ট্রেলিয়া সিরিজে না থাকলেও ধোনি আবার দলে ফিরছেন।
এমএমআর/এমকেএইচ