ওয়ার্নের কথা শুনতে থাকলে খেলাই ছেড়ে দিতে হবে : স্টার্ক

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:৪১ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৮

বল হাতে বাইশ গজে যতটা আগুনে, চালচলন কিংবা কথাবার্তায় ঠিক ততটাই কোমল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। বর্তমান ক্রিকেট বিশ্বে তার মতো বিধ্বংসী পেসার খুঁজে পাওয়া কঠিন।

কিন্তু বাইশ গজে ঠিক পেসারসুলভ আগ্রাসন না থাকায় স্টার্কের স্বদেশী কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্ন দফায় দফায় সমালোচনা করেছেন বাঁহাতি গতিতারকার। ২০১৫ সালে স্টার্কের বডি ল্যাঙ্গুয়েজকে আখ্যা দিয়েছেন বাচ্চাসুলভ।

প্রতিবারই ওয়ার্নের সমালোচনা বা টিপ্পনীকে পাশ কাটিয়ে গিয়েছেন স্টার্ক। তবে সদ্য সমাপ্ত পার্থ টেস্টে মুখ খুলেছেন তিনি।

ম্যাচের তৃতীয় দিন শেষে স্থানীয় পত্রিকায় নিজের কলামে স্টার্কের সাম্প্রতিক পারফরম্যান্সকে ভয়াবহ হিসেবে উল্লেখ করেছেন ওয়ার্ন। লিখেছেন ইনজুরির কারণে এখন আর সেই তেজ নেই স্টার্কের। অথচ পার্থ টেস্টেও অজিদের জয়ের পেছনে ৫ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন স্টার্ক।

এ ব্যাপারে স্থানীয় সংবাদমাধ্যমে স্টার্ক বলেন, 'আমি এখনো জানি না ওয়ার্ন আমাকে নিয়ে কি বলেছেন। তবে আমি যদি তার কথা শুনতে থাকি তাহলে হয়তো আমাকে অবসর নিয়ে নিতে হবে। আমি এতো দিকে কান দেই না। আমি শুধু নিজের কাজ করে যেতে চাই, যেমনটা এতোদিন ধরে করে এসেছি।'

এসএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।