ইনিংস পরাজয়ের মুখে লঙ্কানরা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:২৭ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৮

নিজেদের ইতিহাসের সবচেয়ে বাজে সময়টাই কি পার করছে শ্রীলঙ্কান ক্রিকেট দল? বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব ছেড়ে দিয়ে লঙ্কানদের প্রধান কোচ হয়ে চন্ডিকা হাথুরুসিংহে যেনো ডুবিয়েই যাচ্ছেন নিজ দেশকে। ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে সিরিজ হারের পর এবার নিউজিল্যান্ডের মাটিতে সিরিজের প্রথম টেস্টেই ইনিংস পরাজয়ের সামনে দাঁড়িয়ে শ্রীলঙ্কা।

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৭৬ রানে পিছিয়ে রয়েছে লঙ্কানরা। হাতে রয়েছে মাত্র ৭ উইকেট। ইনিংস পরাজয় এড়াতে কমপক্ষে আরও ২৭৬ রান করতে হবে তাদের। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে করা ৫৭৮ রানের জবাবে দিন শেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ২০ রান।

আগের দিন ২ উইকেটে ৩১১ রান নিয়ে খেলা শেষ করেছিল কিউইরা। তৃতীয় দিনের সকালে শুরুতেই ফিরে যান আগেরদিন ৫০ করা রস টেলর। তবে হেনরি নিকলস ও কলিন ডি গ্র্যান্ডহোমকে নিয়ে এগুতে থাকেন টম লাথাম।

লাথামকে একা করে দিয়ে নিকলস ৫০ ও গ্র্যান্ডহোম ৪৯ রান করে আউট হয়ে যান। তবে একাই একাই ইনিংস টেনে নেন লাথাম। পূরণ করেন নিজের ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি, গড়েন বিশ্বরেকর্ড।

শেষ মেষ ৫৭৮ রানে নিউজিল্যান্ড অলআউট হলেও ২৬৪ রানে অপরাজিত থেকে যান লাথাম। যা কি-না ক্যারিয়িং দ্যা ব্যাট থ্রু দ্যা ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রান।

পরে ব্যাট করতে নেমে মাত্র ২০ রানেই ৩ উইকেট হারিয়ে বসেছে শ্রীলঙ্কা। দানুশকা গুনাথিলাকা ৩, দিমুথ করুনারাত্নে ১০ ও ধনঞ্জয় ডি সিলভা রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেছেন।

এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।