লেগ সাইডে ৬ ফিল্ডার নিয়ে বোলিং করায় বিপত্তি!

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১১:৫৩ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৮

চাঁদেরও নাকি কলঙ্ক থাকে। তাই বলে এটাকে চাঁদের গায়ে কলঙ্ক বলা যায় কি না? তা নিয়ে বিতর্ক হতেই পারে। তবে কঠিন সত্য হলো, আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের অফ স্পিনার মেহেদি হাসান মিরাজ কখনো কখনো অনসাইডে ছয়-ছয়জন ফিল্ডার নিয়ে বোলিং করেছেন। যা ক্রিকেটীয় নিয়ম-নীতির বিরুদ্ধ। এটা এখনকার আইনে বিধি ভঙ্গেরও সামিল।

কিন্তু আম্পায়াররা নো বল ডাকেননি তখন। এমনকি ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল মাঠে কোনরকম অবজেকশন জানাননি। তিনি যখন মিরাজের বলে আউট হন, তখন দ্বাদশ ব্যক্তি কার্লোস ব্র্যাথওয়েট মাঠে ঢুকে আম্পয়ারের সাথে এ বিষয়ে কথা বলেন; কিন্তু উইন্ডিজ ক্যাপ্টেন তা নিয়ে একটি কথাও বলেননি।

তবে খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে রোভম্যান পাওয়েল বললেন, ‘আমাদের ব্যাটিংয়ের সময় অফ স্পিনার মিরাজ মাঝে-মধ্যে ছয় জন ফিল্ডার অন সাইডে নিয়ে বোলিং করেছে। যা আইন সন্মতত নয়।’

এ বিষয়ে বাংলাদেশ অধিনায়কের ভাষ্য জানতে চাওয়া হলে মাশরাফি তা অকপটে স্বীকার করেন, ‘আমরা সবাই জানি, অনসাইডে ছয়জন আর অফসাইডে তিনজন ফিল্ডর নিয়ে বল করলে নো বল হয়। ওই সময় যেটা হয়েছিল, আউট করার জন্য, মিরাজ যেভাবে বোলিং করছিল, ফিল্ডিং ক্লোজ করতে করতে ওই সময় ৬ জন অনাসাইডে হয়ে গিয়েছিল। কিন্তু আম্পায়ার যেহেতু আগেই ডিসিশান দিয়েছে, কাজেই সেটাই থেকে গেছে।’

প্রসঙ্গত : আইসিসির খেলার নিয়ম-কানুনের ২৮.৪.১ ধারায় বলা হয়েছে, বোলার যে মুহূর্তে বল করবেন, ওই সময় লেগ সাইডে ৫ জনের বেশি ফিল্ডার রাখা যাবে না। এরপর ২৮.৪.৩ ধারায় বলা হয়েছে, এ ধরনের কোনো ঘটনা ঘটলে ওই সময় বলটা আম্পার ‘নো’ ডাকতে পারেন।

এআরবি/আইএইচএস/এমবিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।