‘ইনজুরি ভুগিয়েছে প্রচুর, আজও খেলতে খুব কষ্ট হয়েছে’

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:০১ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৮

‘ভাই এখন তো সিরিজ শেষ। এখন বলা যায়। আসলে হ্যামস্ট্রিং ইনজুরি যথেষ্ঠ ভুগিয়েছে আমাকে। আজকে বেশ কষ্ট হয়েছে খেলতে।’

ওপরের মন্তব্যটি বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। খেলা শেষে মিডিয়ার সাথে আনুষ্ঠানিক কথোপকোথন পর্বে আসার আগে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের মাঝামাঝি এসে এমন কথাই বলে উঠলেন মাশরাফি।

পরে সংবাদ সম্মেলনেও একই কথা বলতে গিয়ে সমালোচকদের মুখে ঝামা ঘষে দিয়েছেন মাশরাফি। সোজা জানিয়ে দিলেন, ‘আসলে এ সিরিজটিতে মূল সমস্যা যেটি হয়েছিল, তাহলো হ্যামস্ট্রিং ইনজুরি। হ্যামস্ট্রিং ইনজুরিই খুব ভোগাচ্ছিল। আজকেও খুব কষ্ট হয়েছে খেলতে।’

তারপর একটি কথা খুব কৌশলে পাতলেন নড়াইল এক্সপ্রেস। বলে উঠলেন, ‘এ রকম পরিস্থিতি তৈরি না হলে তিন ম্যাচের যে কোন একটিতে হয়তো বিশ্রাম নিতাম।’

কি সেই পরিস্থিতি? তার সুস্পষ্ট ব্যাখ্যা অবশ্য দেননি। তবে হাবভাবে পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন, তার রাজনীতিতে জড়ানো এবং সংসদ নির্বাচন করা নিয়ে যারা নেতিবাচক প্রশ্ন তুলেছিলেন সেটা মূলতঃ তাদের উদ্দেশ্যেই বলা।

আসলে মাশরাফির নির্বাচন করার বিষয়টি নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলেছিলেন। তারা এবং সমালোচক মহল থেকে একটি ইস্যু দাঁড় করানো হয়েছিল সিরিজ শুরুর আগে। ডিসেম্বরের ৩০ তারিখে জাতীয় সংসদ নির্বাচন। তার দুই সপ্তাহর মত আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি কি ওই সিরিজে পুরোপুরি ফোকাসড? তার চিন্তা-ভাবনায় এই সিরিজ আছে কি? না মাশরাফি নির্বাচন নিয়েই ব্যস্ত।

মাশরাফি অবশ্য সিরিজ শুরুর কয়েক দিন আগে সে প্রশ্নের সোজা সাপ্টা জবাব দিয়ে বলেছিলেন, সিরিজ শেষ না হওয়া পর্যন্ত আমার চিন্তা-ভাবনায় শুধুই ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ। সিরিজ বিজয় কি সেই সব সমালোচকদের জন্য মোক্ষম জবাব?

মাশরাফি ঠিক ওই ভাষায় জবাব দেননি। তার জবাবের সারমর্ম হলো, ‘উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ যে হবে, সেটা আগে থেকেই জানা। তার প্রস্তুতিও আগে থেকেই ছিল। প্রথম ব্যাপার হচ্ছে, সিরিজ যে হবে তিন মাস আগেই জানি। তিন মাস কেন, এক বছর আগেই জানি। প্রত্যেক ক্রিকেটারের আলাদা পরিকল্পনা থাকে। কিন্তু প্রস্তুতির কথা বললে, এটা নিশ্চিতই ছিল যে খেলা আছে। জিম্বাবুয়ে সিরিজের পর আমার বিশ্রাম ছিল, আমি প্রস্তুতি নিচ্ছিলাম এই সিরিজের জন্য।’

এআরবি/আইএইচএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।