ইমরুল ড্রপ, মিঠুন ইন, রুবেলের বদলে সাইফউদ্দীন!

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা সিলেট
প্রকাশিত: ০৯:৩০ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৮

‘আমার মনে হয় ওপেনিং আর ওয়ান ডাউনই হচ্ছে সৌম্যর আদর্শ জায়গা। তবে আমার কথাই শেষ নয়। টিম ম্যানেজমেন্ট আর নির্বাচকরা বসেই ঠিক করেন একাদশ।’

প্রেস কনফারেন্সে অধিনায়ক মাশরাফি যত বিনয়ই দেখান না কেন, তার অমন উক্তিই বলে দিচ্ছিল, কাল শেষ ওয়ানডেতে তিন নম্বরে খেলতে যাচ্ছেন সৌম্য। সেটাই সত্য। কালকের ম্যাচে সৌম্যকে তিন নম্বরেই খেলতে দেখা যাবে।

কারণ প্রথম দুই ম্যাচে ওয়ান ডাউন খেলা ইমরুল কায়েস শুক্রবারের ম্যাচে দলেই নেই। ড্রপ। তার জায়গায়ই তিন নম্বরে খেলবেন সৌম্য।

বৃহস্পতিবার টিম মিটিংয়ের পর একাদশ চূড়ান্ত হয়েছে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জাগো নিউজের সাথে আলাপে জানিয়েছেন, ‘দলে দুটি রদবদল ঘটছে। প্রথম দুই ম্যাচে ভালো খেলতে না পারার কারণে কালকের ম্যাচে ইমরুল ড্রপ। আর সৌম্য তার জায়গায় ব্যাট করবে।’

আর কোন পজিশনে বদল হবে? নান্নুর জবাব, ‘রুবেলের বদলে সাইফউদ্দীনকে খেলানোর কথা ভাবা হচ্ছে। পাশাপাশি বাঁহাতি নাজমুল অপুও আছে বিবেচনায়। তবে যেহেতু শিশির বেশি পড়ে, তাই পেসার কমিয়ে স্পিনার বাড়ানোয় আছে ঝুঁকি। তাই আমরা খানিক সংশয়ে।’

তবে শেষ পর্যন্ত রুবেলের জায়গায় সম্ভবত সাইফউদ্দীনকেই দেখা যাবে। বোলিংয়ের সঙ্গে ব্যাটিংটাও পারেন, তাই থার্ড পেসার হিসেবে রুবেলের জায়গাটা সাইফউদ্দীনই নেওয়ার সম্ভাবনা জোড়ালো।

তার মানে একাদশ হবে এরকম : মাশরাফি (অধিনায়ক), তামিম, লিটন, সৌম্য, মুশফিক, সাকিব, মাহমুদউল্লাহ, মিঠুন, মিরাজ, মোস্তাফিজ ও সাইফউদ্দীন।

এআরবি/এমএমআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।