টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪০ পিএম, ১১ ডিসেম্বর ২০১৮

সাধারণত টস ভাগ্যটা খুব একটা খারাপ নয় বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি সিরিজের প্রথম দুই ম্যাচে কয়েন ভাগ্যটা মুখ ফিরিয়ে নিয়েছে তার উপর থেকে।

প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও টসে হেরেছেন মাশরাফি। টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রভম্যান পাওয়েল।

রোববার সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে আগে ব্যাট করেছিল ক্যারিবীয়রা। সে ম্যাচে হেসে খেলেই ৮৯ বল হাতে রেখে ৫ উইকেটের ব্যবধানে জয় লাভ করেছিল বাংলাদেশ। তাই এবার ভাগ্য বদলের আশায় পরে ব্যাটিং করে সফরকারীরা।

এদিকে এ ম্যাচে টস করে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ওয়ানডেতে নেতৃত্ব দেয়ার রেকর্ডে হাবিবুল বাশার সুমনের পাশে বসেছেন মাশরাফি। দুজনেরই নেতৃত্ব দেয়া ম্যাচের সংখ্যা এখন ৬৯।

প্রথম ম্যাচ জিতে সিরিজে লিড নেয়া বাংলাদেশ চাইবে এ ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে। এ ম্যাচের একাদশে কোনো পরিবর্তন আনেনি টাইগাররা।

এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।