দেখে নিন ওয়েস্ট ইন্ডিজকে হারানো ম্যাচের স্কোর কার্ড

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:২৮ পিএম, ০৯ ডিসেম্বর ২০১৮

দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার পর শুরু হলো তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। কয়েকদিন আগেই বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছিলেন, ফরম্যাট যত ছোট, তত ভয়ঙ্কর দল ওয়েস্ট ইন্ডিজ। অথ্যাৎ, টেস্টের মত মোটেও সহজ হবে না ওয়ানডের ওয়েস্ট ইন্ডিজ।

কিন্তু মাঠের খেলায় সেটা মোটেও দেখাতে পারলো না ক্যারিবীয়রা। ঢাকার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে সফরকারীদের হেসে খেলেই হারালো বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজকে ১৯৫ রানের বেধে ফেলার পর নিজেরা ব্যাট করতে নেমে বাংলাদেশ জিতে গেলো ৮৯ বল হাতে রেখেই (৩৫.১ ওভারে), ৫ উইকেটের বিনিময়ে।

অসাধারণ এই জয়ের ম্যাচটির সংক্ষিপ্ত স্কোর কার্ডটা তুলে ধরা হলো জাগো নিউজের পাঠকদের জন্য...

টস : ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজ : ১৯৫/৯, ৫০ ওভার (সাই হোপ ৪৩, কিমো পল ৩৬, রস্টোন চেজ ৩২, মারলন স্যামুয়েলস ২৫, ড্যারেন ব্র্যাভো ১৯, রোভম্যান পাওয়েল ১৪, কাইরন পাওয়েল ১০, কেমার রোচ ৫*; মাশরাফি বিন মর্তুজা ৩/৩০, মোস্তাফিজুর রহমান ৩/৩৫, মেহেদী হাসান মিরাজ ১/৩০, সাকিব আল হাসান ১/৩৬, রুবেল হোসেন ১/৬১)।

বাংলাদেশ : ১৯৬/৫, ৩৫.১ ওভার (মুশফিকুর রহীম ৫৫*, লিটন দাস ৪১, সাকিব আল হাসান ৩০, সৌম্য সরকার ১৯, ,মাহমুদউল্লাহ ১৪*, তামিম ইকবাল ১২, ইমরুল কায়েস ৪; রস্টোন চেজ ২/৪৭, রোভম্যান পাওয়েল ১/৭, ওশানে থমাস ১/৩৪, কিমো পল ১/৩৭)।

ফল : বাংলাদেশ ৫ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা : মাশরাফি বিন মর্তুজা।

আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।