মাঠে ফিরেই প্রথম আঘাত সাকিবের

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৯ পিএম, ০৯ ডিসেম্বর ২০১৮

এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে অঘোষিত সেমিফাইনালের আগের দিন ছিটকে গিয়েছিলেন মাঠ থেকে। এরপর মাঠে ফিরতে ফিরতে বাংলাদেশ দল খেলে ফেলেছে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজ। অবশেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের সেরা খেলোয়াড় হয়েই মাঠে ফিরেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার।

এবার ওয়ানডে ক্রিকেটে ফেরাটাও সেরার মতোই করলেন দলের সহ-অধিনায়ক সাকিব। টসে জিতে ব্যাট করতে নামা ক্যারিবীয় শিবিরে প্রথম আঘাতটা হেনেছেন তিনিই। ফিরিয়ে দিয়েছেন ফর্ম হারিয়ে খুঁজতে থাকা কিরন পাওয়েলকে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১ উইকেটে ৩০ রান। পাওয়েল সাজঘরে ফিরেছেন ১০ রান করে। তিন নম্বরে নেমেছেন ড্যারেন ব্রাভো। ১৭ রান নিয়ে খেলছেন ওপেনার শাই হোপ।

এর আগে নিজেদের ব্যাটিং শক্তিমত্তাকে বিবেচনায় রেখে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে স্বাগতিক বাংলাদেশও দুই প্রান্তে স্পিনার দিয়ে ম্যাচ শুরু করে। দুই ওপেনার পাওয়েল ও হোপ প্রথম কয়েক ওভার দেখেশুনে কাটিয়ে দিলেও অষ্টম ওভারে কাজের কাজ করেন সাকিব।

ওভারের শেষ বলে হালকা ভেতরে ঢোকা বলে বড় শট খেলতে যান পাওয়েল। কিন্তু ব্যাটে-বলে করতে না পারায় বল উঠে যায় আকাশে। শর্ড মিড অফ থেকে খানিক দৌড়ে কভার অঞ্চলের পাশ থেকে ক্যাচটি লুফে নেন রুবেল হোসেন। সাকিবের ক্যারিয়ারের ২৪৫তম ওয়ানডে উইকেট এটি।

এসএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।