মোসাদ্দেকের সেঞ্চুরিতে বাংলাদেশের ২৮৬

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:৫১ পিএম, ০৭ ডিসেম্বর ২০১৮

প্রথম ম্যাচে ব্যর্থ ছিলেন ব্যাটসম্যানরা, হারতে হয়েছিল ৯৭ রানের বড় ব্যবধানে। ২৬৮ রানের লক্ষ্যে দল অলআউট হয়েছিল মাত্র ১৭০ রানে। একদিন পর নিজেদের দ্বিতীয় ম্যাচেই স্বরুপে আবির্ভুত হলেন মোসাদ্দেক সৈকত, নাজমুল শান্তরা। বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ দলও যথারীতি পেয়েছে ২৮৬ রানের বড় সংগ্রহ।

ইমার্জিং কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হংকংয়ের বিপক্ষে টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮৬ রান করেছে বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ দল। ঠিক ১০০ রান করেছেন দলের সহ-অধিনায়ক মোসাদ্দেক। ৪৯ রানে আউট হয়েছেন জাকির হাসান।

করাচির সাউদার্ন ক্লাব ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। আগের ম্যাচে দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করা মিজানুর ফিরে যান ৮ রান করে। দ্বিতীয় উইকেটে প্রতিরোধ গড়েন জাকির হাসান ও নাজমুল হোসেন শান্ত।

দুজনের জুটিতে ৯৪ বলে আসে ৮০ রান। শান্ত সাজঘরে ফেরেন ৩৬ রান করে। নিজের ব্যক্তিগত অর্ধশত থেকে মাত্র ১ রান দূরে থাকতে দলীয় ১০৯ রানের মাথায় আউট হয়ে যান জাকিরও।

ইনিংসের বাকি গল্পটা সাজান মোসাদ্দেক। প্রথম ম্যাচে রানের খাতা খুলতে ব্যর্থ হলেও এ ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে দলের সংগ্রহটা নিরাপদ অবস্থানে নিয়ে যান তিনি। চতুর্থ উইকেটে ইয়াসির আলির সাথে গড়েন ৮০ রানের জুটি। ইয়াসিরের ব্যাট থেকে আসে ৪৫ রানের ইনিংস।

৪৯তম ওভারে আউট হওয়ার আগে মাত্র ৮৬ বলে ৮ চার ও ৩ ছক্কার মারে ঠিক ১০০ রান করেন মোসাদ্দেক। এছাড়া আফিফ হোসেন ধ্রুব ২০ ও অধিনায়ক নুরুল হাসান সোহান করেন ১৭ রান।

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।