বাংলাদেশের স্পিনারদের বিশ্বরেকর্ড

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৫ পিএম, ০২ ডিসেম্বর ২০১৮

মিরপুর টেস্টে কোনো বিশেষজ্ঞ পেসার ছাড়াই খেলতে নেমেছিল বাংলাদেশ। বিরল ঘটনা হলেও টেস্টে সেটা প্রথম নয়। তবে দুই টেস্টের সিরিজে বাংলাদেশের স্পিনাররা যে কীর্তি দেখিয়েছেন, সেটি টেস্টের ইতিহাসে এবারই প্রথম।

সাকিব-মিরাজ-তাইজুল-নাঈমরা বিশ্বরেকর্ডই গড়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের সব কটি উইকেট অর্থাৎ ৪০ উইকেটই নিয়েছেন বাংলাদেশের স্পিনাররা। দুই টেস্টের সিরিজে এমন ঘটনা এর আগে ঘটেনি।

এর আগের রেকর্ডটিও অবশ্য বাংলাদেশেরই ছিল। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজে বাংলাদেশের স্পিনাররা নিয়েছিলেন ৩৮ উইকেট।

চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে অবশ্য বাংলাদেশ একজন পেসার নিয়ে খেলতে নেমেছিল। তবে স্পিন সহায়ক ওই টেস্টে মাত্র চার ওভার বল করার সুযোগ পান পেসার কোটায় খেলা মোস্তাফিজুর রহমান।

মিরপুরে তাই ফাস্ট বোলার নেয়ারই প্রয়োজন মনে করেনি টাইগাররা। প্রয়োজন হলে পেস বোলিং করতে পারবেন, এই ভাবনা থেকেই সৌম্য সরকারকে দলে রাখা। সেই দরকারও পড়েনি। এক ওভারের জন্যও পেস বোলিংয়ের দ্বারস্থ হয়নি স্বাগতিকরা। যা করার স্পিনাররাই করে দিয়েছেন।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।