আঙুল ভেঙে গেলেও খেলবেন মুশফিক!

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩৬ পিএম, ২৮ নভেম্বর ২০১৮

শুক্রবার থেকে শুরু ঢাকা টেস্ট। ঠিক একদিন আগে (বুধবার) নেট অনুশীলনে হাতের আঙুলে চোট পেলেন মুশফিকুর রহীম। বাংলাদেশ দলের জন্য বড় দুঃসংবাদ। যদিও মুশফিকের চোটের কি অবস্থা, সে সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি। তবে অনুশীলন শেষে দলের প্রতিনিধি হয়ে আসা মুমিনুল হক জানালেন, আঙুল ভেঙে গেলেও খেলবেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান।

মুশফিকের জন্য অবশ্য এমনটা নতুন কিছু নয়। এশিয়া কাপে পাঁজরের চোট নিয়েই খেলেছিলেন। এবার আঙুলের চোটটা অবশ্য ততটা গুরুতর মনে হচ্ছে না। দলের চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, খুব বেশি দুশ্চিন্তার কিছু নেই।

মুমিনুল হকও শোনালেন আশার বাণী। এমনকি আঙুল ভেঙে গেলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টটিতে মাঠে নামবেন মুশফিক, এমনটাই জানিয়েছেন তিনি। তার চোট নিয়ে মুমিনুল বলেন, 'ইনশাল্লাহ, আমার মনে হয় ভালো আছে। আমি যতটুকু জানি ভেঙে গেলেও সে খেলবে। আমার মনে হয় সম্ভবত ভাঙে নাই, হয়তো ভালো আছে।'

চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে জিতলেও ফিল্ডিংয়ে বেশ কয়েকটি ক্যাচ ড্রপ করেছে বাংলাদেশ। ফিল্ডিংয়ের উন্নতির জন্য কি কাজ হয়েছে অনুশীলনে? এমন প্রশ্নের জবাবে মুমিনুল বলেন, 'হ্যাঁ, অবশ্যই। সবাই তো কাজ করছে, যার যার মতো সবাই কাজ করছে। আপনারা হয়তো দেখেছেন। দেখা যাক মাঠে কি হয়।'

ক্যাচ মিসের বিষয়ে জানতে চাইলে কিছুটা বিব্রতই শোনালো মুুমিনুলের কন্ঠ। বললেন, 'কঠিন প্রশ্ন করেছেন, আটকে গেলাম। আমার কাছে মনে হয় যে আমরা ও ঐ জিনিসটা ওভারকাম করার চেষ্টা করছি। আগামী ম্যাচে ঐ জায়গাটায় আরও উন্নতি করার চেষ্টা করব। বিশেষ করে ক্লোজ ক্যাচিংগুলো।'

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।