অ্যান্ডারসনকে হটিয়ে আবারও এক নাম্বার বোলার রাবাদা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:১২ পিএম, ২৮ নভেম্বর ২০১৮

আবারও আইসিসির টেস্ট বোলার র‌্যাংকিংয়ে এক নাম্বার জায়গাটি দখলে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার তরুণ পেসার কাগিসো রাবাদা। শীর্ষে উঠতে ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসনকে পেছনে ফেলেছেন তিনি।

গত আগস্টে ভারতের বিপক্ষে লর্ডস টেস্টে ৪৩ রানে ৯ উইকেট নেয়ার পর টেস্ট বোলার র‌্যাংকিংয়ে শীর্ষে উঠেছিলেন অ্যান্ডারসন। তিনি ১০ শতাংশ পয়েন্ট হারিয়ে চলে গেছেন দুই নাম্বারে।

এদিকে, দুবাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ইনিংস জয়ের নায়ক ইয়াসির শাহ ঢুকে গেছেন টেস্ট বোলার র‌্যাংকিংয়ের সেরা দশে। দুই ইনিংস মিলিয়ে ১৪ উইকেট নিয়েছেন এই লেগস্পিনার। নিউজিল্যান্ডের নিল ওয়েগনার তিন ধাপ পিছিয়ে নেমে গেছেন ১৩ নাম্বারে।

কলম্বো টেস্টে ম্যাচ জেতানো সেঞ্চুরি হাঁকিয়ে ব্যাটিং র‌্যাংকিংয়ে ছয় ধাপ এগিয়েছেন জনি বেয়ারস্টো। ইংলিশ এই উইকেটরক্ষক ব্যাটসম্যান এখন ১৬তম অবস্থানে। দুবাই টেস্টে ৮১ রানের ইনিংস খেলা আজহার আলি তিন ধাপ এগিয়ে উঠেছেন ১২ নাম্বারে। আর কলম্বোতে ৮৬ রানের ইনিংস খেলে শ্রীলঙ্কার কুশল মেন্ডিস ঢুকে গেছেন সেরা বিশে (২০তম )।

কলম্বো টেস্টে ব্যাট হাতে ৯৯ রান আর বল হাতে ৪ উইকেট নেয়া বেন স্টোকস অলরাউন্ডার র‌্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে উঠে এসেছেন পঞ্চম অবস্থানে। এই তালিকায় এক নাম্বারে যথারীতি বাংলাদেশের সাকিব আল হাসান।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।