ম্যাচসেরা মুমিনুল হক

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক চট্টগ্রাম থেকে
প্রকাশিত: ০২:৫০ পিএম, ২৪ নভেম্বর ২০১৮

দুই ইনিংসে ৭ উইকেট নেয়া তাইজুল ইসলাম, নাকি অভিষেক টেস্টে ৫ উইকেট পাওয়া নাঈম হাসান? ম্যাচসেরা হবেন কে? তাদের কেউই নন। চট্টগ্রাম টেস্টে ক্যারিবীয়দের বিপক্ষে দুর্দান্ত জয়ের নায়ক মুমিনুল হক জিতেছেন ম্যাচসেরার পুরস্কার।

তাইজুুল-নাঈম নিঃসন্দেহে দলের জয়ে বড় অবদান রেখেছেন। তবে আসল কাজটা কিন্তু করেছেন এই মুমিনুলই। প্রথম ইনিংসে দলের ব্যাটসম্যানরা যেখানে ব্যর্থ, সেখানে একাই ১২০ রানের এক ইনিংস খেলে দিয়েছিলেন মুমিনুল।

তার ওই ইনিংসে ভর করেই প্রথম ইনিংসে ৩২৪ রানের সংগ্রহ গড়তে পেরেছিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে ২৪৬ রানে আটকে দিয়ে প্রথম ইনিংসে ৭৮ রানের মহাগুরুত্বপূর্ণ লিড পায় টাইগাররা। টার্নিং উইকেটে সেটিই শেষতক বড় পার্থক্য গড়ে দেয়।

অনবদ্য ইনিংসে দলকে এগিয়ে দেয়া মুমিনুলই তাই ম্যাচসেরা। পুরস্কার হাতে নিয়ে বাংলাদেশের এই লিটল ডায়নামো বলেন, 'টস জেতাটা আমাদের সৌভাগ্য ছিল। প্রথমে ব্যাট করা অপেক্ষাকৃত সহজ ছিল, আমরা সেই সুবিধাটাই কাজে লাগিয়েছি। ম্যাচ যত গড়িয়েছে, ততই কঠিন হয়েছে।'

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।