১০ ওভারের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হার অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:৩২ পিএম, ১৭ নভেম্বর ২০১৮

শেষ ওভারে অস্ট্রেলিয়ার দরকার ছিল ৩১ রান। বলতে গেলে অসম্ভব এক লক্ষ্য। প্রথম বলে ছক্কা হাঁকিয়ে একটু যেন আশা জাগিয়ে তুলেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। তবে ফল যা হওয়ার তা-ই হয়েছে।

কেরারায় বৃষ্টির কারণে ১০ ওভারে নেমে আসা সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি দক্ষিণ আফ্রিকার কাছে ২১ রানে হেরে গেছে অস্ট্রেলিয়া।

হাতে মাত্র ১০ ওভার। টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই চালিয়ে খেলেছে দক্ষিণ আফ্রিকা। নিয়মিত বিরতিতে উইকটে হারালেও ঝুঁকি নিতে দ্বিধা করেনি তারা। ৬ উইকেট হারিয়ে ১০৮ রান তুলে প্রোটিয়ারা।

১৫ বলে ২৭ রান করেন অধিনায়ক ফাফ ডু প্লেসিস। দুই ওপেনার কুইন্টন ডি কক ১৬ বলে ২২ আর রিজা হেনড্রিকস ৮ বলে করেন ১৯ রান। এছাড়া হেনরিক ক্লাসেনের ব্যাট থেকে আসে ৬ বলে ১২ রান।

জবাবে শুরুটা মারকুটে করলেও দক্ষিণ আফ্রিকান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পরে হাত খুলে খেলতে পারেননি অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। চার নাম্বারে ব্যাট করতে নেমে ইনিংসের শেষ বলে আউট হওয়া গ্লেন ম্যাক্সওয়েলই যা একটু লড়াই করেছেন। তিনি করেন ২৩ বলে ৩৮ রান।

ওপেনার ক্রিস লিন করেন ১০ বলে ১৪। বাকিদের কেউ দশের ঘরও ছুঁতে পারেননি। অস্ট্রেলিয়ার ইনিংস থামে ৭ উইকেটে ৮৭ রানে।

এমএমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।