নিলামের আগে আইপিএলের দলগুলোর হালহকিকত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:১২ এএম, ১৬ নভেম্বর ২০১৮

প্রতিবারের ন্যায় এবারও আনুষ্ঠানিক নিলামের আগেই নিজেদের দল গুছিয়ে নিয়েছে আইপিএলের দলগুলো। নিজেদের গত আসরের দল থেকেই প্লেয়ার ধরে রেখে কিংবা ছেড়ে দিয়ে মোটামুটি প্রাথমিক স্কোয়াড ঠিক করে ফেলেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

ডিসেম্বরের মাঝামাঝি সময়ে হবে এবারের আইপিএলের নিলাম। ভারতীয় ক্রিকেট বোর্ডের বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের কারণে ১০ দিন এগিয়ে আনা হতে পারে এবারের আইপিএলের সময়সূচী।

তার আগে চলুন দেখে নেয়া যাক নিলামের আগে দলগুলোর হালহকিকত:

মুম্বাই ইন্ডিয়ান্স:

ধরে রাখা খেলোয়াড় তালিকা: রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, জাসপ্রিত বুমরাহ, ক্রুনাল পান্ডিয়া, ইশান কিশান, সূর্যকুমার যাদভ, মায়াঙ্ক মারকান্ডে, রাহুল চাহার, অনুকূল রয়, সিদ্ধেশ লাড, আদিত্য তারে, কুইন্টন ডি কক, এভিন লুইস, কাইরন পোলার্ড, বেন কাটিং, মিচেল ম্যাকলেনাঘান, অ্যাডাম মিলনে ও জেসন বেহেন্ডরফ।

ছেড়ে দেয়া খেলোয়াড় তালিকা: সৌরভ তিওয়ারি, প্রদীপ সাংওয়ান, মহসিন খান, মোহাম্মদ নিধেশ, শারাদ লুম্বা, তাজিন্দর সিং ডিলন, জেপি ডুমিনি, প্যাট কামিন্স, মোস্তাফিজুর রহমান ও আকিলা ধনঞ্জয়া।

সানরাইজার্স হায়দ্রাবাদ:

ধরে রাখা খেলোয়াড় তালিকা: সাকিব আল হাসান, ডেভিড ওয়ার্নার, ইউসুফ পাঠান, রশিদ খান, বিলি স্ট্যানলেক, কেন উইলিয়ামসন, মোহাম্মদ নাবী, ভুবনেশ্বর কুমার, মানিশ পান্ডে, থাঙ্গারাসু নটরঞ্জন, রিকি ভুই, সন্দ্বীপ শর্মা, শ্রিভাস্ত গোস্বামি, সিদ্ধার্থ কাউল, খলিল আহমেদ, বাসিল আহমেদ ও দ্বীপক হুদা।

ছেড়ে দেয়া খেলোয়াড় তালিকা: শচীন বেবি, তন্ময় আগারওয়াল, ঋদ্ধিমান সাহা, ক্রিস জর্ডান, কার্লোস ব্র্যাথওয়েট, অ্যালেক্স হেলস, বিপুল শর্মা ও সৈয়দ মেহদি হাসান।

রাজস্থান রয়্যালস:

ধরে রাখা খেলোয়াড় তালিকা: আজিঙ্কা রাহানে, কৃষ্ণাপ্পা গোথাম, সাঞ্জু স্যামসন, শ্রেয়াশ গোপাল, আরিয়ামান বিরলা, মিধুন, প্রশান্ত চোপড়া, স্টুয়ার্ট বিনি, রাহুল ত্রিপাঠি, বেন স্টোকস, স্টিভ স্মিথ, জস বাটলার, জোফ্রা আর্চার, ইশ সোধি, ধাওয়াল কুলকার্নি ও মাহিপাল লোমরর।

ছেড়ে দেয়া খেলোয়াড় তালিকা: ডি'আর্কি শর্ট, বেন লাফলিন, হেনরিখ ক্লাসেন, ড্যান প্যাটারসন, জাহির খান, দুশমন্থ চামিরা, জয়দেভ উনাদকাত, অনুরিত সিং, অঙ্কিত শর্মা ও জতিন সাক্সেনা।

চেন্নাই সুপার কিংস:

ধরে রাখা খেলোয়াড় তালিকা: মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, ফাফ ডু প্লেসি, মুরালি বিজয়, রবিন্দ্র জাদেজা, স্যাম বিলিংস, মিচেল স্যান্টনার, ডেভিড উইলি, ডোয়াইন ব্রাভো, শেন ওয়াটসন, লুঙ্গি এনগিডি, ইমরান তাহির, কেদার জাদভ, আম্বাতি রাইডু, হরভজন সিং, দ্বীপক চাহার, আসিফ, কার্ন শর্মা, ধ্রুব শোরে, জগদীশন, শার্দুল ঠাকুর, মোনু কুমার ও চৈতন্য বিষ্ণ।

ছেড়ে দেয়া খেলোয়াড় তালিকা: মার্ক উড, কনিষ্ক শেঠ, শিটিজ শর্মা।

কিংস ইলেভেন পাঞ্জাব:

ধরে রাখা খেলোয়াড় তালিকা: লোকেশ রাহুল, ক্রিস গেইল, অ্যান্ড্রু টাই, মায়াঙ্ক আগারওয়াল, অঙ্কিত রাজপুত, মুজিব উর রহমান, করুন নায়ার, ডেভিড মিলার ও রবিচন্দন অশ্বিন।

ছেড়ে দেয়া খেলোয়াড় তালিকা: অ্যারন ফিঞ্চ, অক্ষর প্যাটেল, মোহিত শর্মা, যুবরাজ সিং, বারিন্দার স্রান, বেন ডারশুয়িস, মনোজ তিওয়ারি, আকাশদ্বীপ নাথ, প্রদীপ সাহু, মায়াঙ্ক ডাগার ও মঞ্জুর দার।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর:

ধরে রাখা খেলোয়াড় তালিকা: ভিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, পার্থিব প্যাটেল, ইয়ুজভেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, পবন নেগি, নাথান কাউল্টার নিল, মঈন আলি, মোহাম্মদ সিরাজ, কলিন ডি গ্র্যান্ডহোম, টিম সাউদি, উমেশ যাদভ, নবদ্বীপ সাইনি ও কুলওয়ান্ত খেরজ্রোলিয়া।

ছেড়ে দেয়া খেলোয়াড় তালিকা: ব্রেন্ডন ম্যাককুলাম, কোরি অ্যান্ডারসন, কুইন্টন ডি কক, মন্দ্বীপ সিং, ক্রিস ওকস ও সরফরাজ খান।

কলকাতা নাইট রাইডার্স:

ধরে রাখা খেলোয়াড় তালিকা: দীনেশ কার্তিক, রবিন উথাপ্পা, ক্রিস লিন, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, শুবমান গিল, পিয়ুশ চাওলা, কুলদ্বীপ যাদভ, প্রাসিদ কৃষ্ণা, শিভাম মাভি, নিতিশ রানা, রিংকু সিং ও কমলেশ নাগারকোটি।

ছেড়ে দেয়া খেলোয়াড় তালিকা: মিচেল স্টার্ক, মিচেল জনসন, টম কুরান, ক্যামেরন ডেলপোর্ট, ইশাঙ্ক জাজ্ঞি, বিনয় কুমার, অপুর্ভ ওয়াঙ্খাড়ে ও জ্যাভন সার্লেস।

দিল্লী ডেয়ারডেভিলস:

ধরে রাখা খেলোয়াড় তালিকা: শ্রেয়াশ আইয়ার, রিশাব পান্ত, পৃথ্বী শ, অমিত মিশ্র, আভেশ খান, হার্শাল প্যাটেল, রাহুল তেওয়াতিয়া, জায়ান্ত যাদভ, মানজোত কালরা, কলিন মুনরো, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, সান্দ্বীপ লামিচানে ও ট্রেন্ট বোল্ট।

ছেড়ে দেয়া খেলোয়াড় তালিকা: গৌতম গম্ভীর, জেসন রয়, জুনিয়র ডালা, লিয়াম প্ল্যাংকেট, মোহাম্মদ শামি, সায়ান ঘোষ, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, গ্লেন ম্যাক্সওয়েল, গুরকিরাত সিং ও নামান ওঝা।

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।