দৌড়ে গিয়ে উল্টো ঘুরে বল করেন তিনি (ভিডিও)

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:২৮ পিএম, ১০ নভেম্বর ২০১৮

মাঠের এমন কোনো দিক নেই, যেদিক দিয়ে শট খেলতে পারেন না এবি ডি ভিলিয়ার্স। এজন্য তাকে ভক্তরা নাম দিয়েছেন '৩৬০ ডিগ্রি'।

এবার '৩৬০ ডিগ্রি' এক বোলারেরও দেখা মিলল। অদ্ভূত অ্যাকশনের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই ভাইরাল হয়ে গেছেন ভারতের উত্তর প্রদেশের বাঁহাতি স্পিনার শিভা সিং।

সিকে নাইডু ট্রফির এক ম্যাচে বেঙ্গলের বিপক্ষে অদ্ভূত অ্যাকশনে বোলিং করে নজরে এসেছেন পৃথ্বি শয়ের নেতৃত্বাধীন ভারতের অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য শিভা। এমনই অ্যাকশন, আম্পায়ারের বাধ্য হয়ে সেটা 'ডেড বল' ডাকতে হয়েছে।

বেঙ্গলের দ্বিতীয় ইনিংসে এসে হঠাতই বল হাতে নিয়ে ৩৬০ ডিগ্রি ঘুরে এক ডেলিভারি দিয়ে বসেন শিভা। তার ওই ডেলিভারি সম্পন্ন হওয়ার আগেই আম্পায়ার 'ডেড বল' ডাকেন।

শিভার এই বোলিংয়ের ৫০ সেকেন্ডের ভিডিও এখন ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেটি দেখে ভারতের সাবেক বাঁহাতি স্পিনার বিষাণ বেদী টুইটে লিখেন, 'বিদঘুটে।'

এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।