ক্ষুব্ধ হাথুরুসিংহে ‘স্কুলের বাচ্চা’ বললেন লঙ্কান ব্যাটসম্যানদের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:৫২ পিএম, ১০ নভেম্বর ২০১৮

বাংলাদেশ দলের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহের রগচটা স্বভাবের কথা সবারই জানা। নিজ দেশ শ্রীলঙ্কায় কোচিং করাতে গিয়েও রাগের মাথায় অনেক সিদ্ধান্ত নিচ্ছেন, অনেক কথা বলছেন। গলে ইংল্যান্ডের বিপক্ষে দলের বড় হার দেখে তো ব্যাটসম্যানদের উপর ভীষণ ক্ষেপেছেন এই কোচ। বললেন, চান্দিমাল-পেরেরারা খেলেছেন একদম স্কুলের বাচ্চাদের মতো।

ঘরের মাঠে খেলা। উপমহাদেশের বাইরের দলগুলো শ্রীলঙ্কায় খেলতে গেলে বেশ অস্বস্তিতেই পড়ে। তবে গলে সেই অস্বস্তি দেখা গেল উল্টো শ্রীলঙ্কারই। ঘরের মাঠের সুবিধা কাজে লাগাতে পারল না তারা। উল্টো হাথুরুর দল প্রথম টেস্টটি চারদিনেই হেরেছে ২১১ রানের বড় ব্যবধানে।

এমন হারের পর হাথুরুসিংহে ভীষণ ক্ষেপেছেন শিষ্যদের উপর। ব্যাটসম্যানদের উপর রাগ ঝেড়ে ম্যাচ শেষে তিনি বলেন, ‘যখন আপনি টেস্ট ক্রিকেট খেলবেন, তখন বুঝতে হবে মানুষ আপনাকে কিভাবে আউট করবে। এমনকি ক্লাব ক্রিকেটেও এটা বুঝতে হয়। আন্তর্জাতিক ক্রিকেটে এসে তো আপনি এসব শিখতে পারবেন না।’

লঙ্কান ব্যাটসম্যানরা যেমন খেলেছেন, তাতে ইংল্যান্ডের কাছে তাদের ‘স্কুলের বাচ্চা’ মনে হয়েছে বলেই মত হাথুরুর। বাংলাদেশের সাবেক এই কোচ বলেন, ‘যদি আপনি টার্নের বিপক্ষে এভাবে খেলেন, তবে তো সেটা খুবই দুঃখজনক। প্রতিপক্ষকে দেখে মনে হচ্ছিল, তারা কোনো স্কুলের বাচ্চাদের বিপক্ষে খেলছে। আমরা যেভাবে আউট হয়েছে, সেটা খুবই হতাশাজনক। আমরা তাদের পাতা ফাঁদে পা দিয়েছি।’

শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্টটি মাঠে গড়াবে ক্যান্ডিতে বুধবার থেকে।

এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।