ফেসবুকে পুরোনো আইডি হারিয়ে নতুন একটি খুলেছেন মোস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ০১ নভেম্বর ২০১৮

টেকনিক্যাল সমস্যার কারণে কিছুদিন আগে নষ্ট হয়ে গেছে জাতীয় দলের তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমানের ভেরিফায়েড অফিশিয়াল ফেসবুক আইডি। বাধ্য হয়েই নতুন আরেকটি আইডি খুলেছেন কাটার মাস্টার, সেটি ভেরিফায়েডও হয়েছে। এখন থেকে নতুন আইডিতেই পাওয়া যাবে তার সকল আপডেট।

নতুন আইডিটি ফেসবুকে ভেরিফায়েড হওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ফেসবুক পেজে ভিডিও বার্তার মাধ্যমে মোস্তাফিজুর রহমান নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

সেখানে জাতীয় দলের এই তারকা ক্রিকেটার বলেন, ‘কিছু টেকনিক্যাল কারণে আমার আগের পেজটি বন্ধ হয়ে গিয়েছে। এটা আমার নতুন ভেরিফায়েড পেজ। আমার সকল আপডেট পেতে এই পেজের সাথেই থাকুন।’ ভিডিও বার্তায় মোস্তাফিজুর রহমান তার ও বাংলাদেশ দলের জন্য দোয়া প্রার্থনা করেন।

মোস্তাফিজের আগের ভেরিফায়েড পেজটিতে ২০-২২ লাখ ফলোয়ার ছিল। যেটি তিন-চার বছর আগে তৈরি। এতদিনের গড়া পেজটি এক নিমিষেই বন্ধ হয়ে যাওয়ায় খারাপ তো লাগারই কথা!

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।